মার্কিন নিষেধাজ্ঞার জবাবে যা বললো আইসিসি

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ : ২১ আগস্ট ২০২৫, ২১: ৪১
ছবি সংগৃহীত

আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি) তাদের বিচারক ও প্রসিকিউটরদের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের আরোপিত নিষেধাজ্ঞাকে কঠোরভাবে প্রত্যাখ্যান করেছে। বুধবার এক প্রেস বিবৃতিতে আদালত জানিয়েছে, এই পদক্ষেপ একটি নিরপেক্ষ বিচারিক প্রতিষ্ঠানের স্বাধীনতার ওপর সরাসরি আক্রমণ, যা আদালতের কার্যক্রমে হস্তক্ষেপের শামিল।

বৃহস্পতিবার মধ্যপ্রাচ্যভিত্তিক গণমাধ্যম মিডল ইস্ট মনিটরের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞাপন

আইসিসি স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছে, তারা কোনো চাপ কিংবা হুমকির মুখে নতি স্বীকার করবে না এবং আন্তর্জাতিক আইনের আওতায় তাদের নির্ধারিত দায়িত্ব পালন অব্যাহত রাখবে।

বিবৃতিতে আদালত আরও জানায়, “মার্কিন এই সিদ্ধান্ত আন্তর্জাতিক ন্যায়বিচার ও জবাবদিহিতার নীতিকে হুমকির মুখে ফেলেছে। সবচেয়ে গুরুতর আন্তর্জাতিক অপরাধগুলোর ক্ষেত্রে বিচার নিশ্চিত করতে আদালতের স্বাধীনতা অপরিহার্য।”

এর আগে একই দিন, যুক্তরাষ্ট্র দুইজন বিচারক ও দুইজন প্রসিকিউটরের ওপর নতুন নিষেধাজ্ঞা আরোপ করে। তারা হলেন—ফ্রান্সের বিচারক নিকোলাস গুইলো, কানাডার বিচারক কিম্বার্লি প্রোস্ট, ফিজির প্রসিকিউটর নাজাত শামীম খান এবং সেনেগালের মামে মান্দিয়ায়ে নিয়াং।

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এক বিবৃতিতে জানান, “এই ব্যক্তিরা এমন বিদেশি নাগরিক, যারা আন্তর্জাতিক অপরাধ আদালতের হয়ে মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরাইলের নাগরিকদের তদন্ত, গ্রেপ্তার, আটক বা বিচারের উদ্যোগে সক্রিয়ভাবে জড়িত ছিলেন। যা সংশ্লিষ্ট দেশগুলোর সম্মতি ছাড়াই করা হয়েছে।”

আন্তর্জাতিক মহলে এই নিষেধাজ্ঞা নিয়ে সমালোচনার ঝড় উঠেছে। অনেকে এটিকে বিশ্বব্যাপী মানবাধিকার ও আন্তর্জাতিক বিচারব্যবস্থার উপর রাজনৈতিক চাপ প্রয়োগের এক বিপজ্জনক নজির হিসেবে দেখছেন।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত