আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

সস্ত্রীক চীন সফরে এরদোয়ান

আমার দেশ অনলাইন
সস্ত্রীক চীন সফরে এরদোয়ান

তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ান সস্ত্রীক চীন সফরে পৌঁছেছেন। রোববার তিনি সাংহাই সহযোগিতা সংস্থা (এসসিও)-এর ২৫তম রাষ্ট্রপ্রধান পরিষদের শীর্ষ সম্মেলনে অতিথি হিসেবে অংশ নিতে চীনের তিয়ানজিন শহরে পৌঁছান।

রোববার তুরস্কভিত্তিক গণমাধ্যম ইয়েনি শাফাক এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

বিজ্ঞাপন

বিনহাই আন্তর্জাতিক বিমানবন্দরে তাঁকে স্বাগত জানান চীনের মন্ত্রী লেই হাইচাও, বেইজিংয়ে নিযুক্ত তুরস্কের রাষ্ট্রদূত সেলকুক উনাল ও দূতাবাসের কর্মকর্তারা।

এরদোয়ানের সফরসঙ্গীদের মধ্যে রয়েছেন তার স্ত্রী ফার্স্ট লেডি এমিনে এরদোয়ান, পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান, জাতীয় গোয়েন্দা সংস্থার প্রধান ইব্রাহিম কালিন, মন্ত্রিসভার সদস্য ও জ্যেষ্ঠ কর্মকর্তারা।

রোববার রাতে চীনা প্রেসিডেন্ট সি চিন পিং আয়োজিত নৈশভোজে অংশ নেবেন এরদোয়ান। সোমবার সম্মেলনের বর্ধিত অধিবেশনে তিনি ভাষণ দেবেন এবং চীনের প্রেসিডেন্টসহ বিভিন্ন দেশের নেতার সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে অংশ নেবেন বলে জানানো হয়েছে।

এসসিও সম্মেলনটি এমন সময়ে অনুষ্ঠিত হচ্ছে যখন বিশ্বজুড়ে ভূরাজনৈতিক উত্তেজনা বেড়েছে—বিশেষ করে গাজায় ইসরাইলি আগ্রাসন, ইউক্রেন যুদ্ধ এবং আন্তর্জাতিক বাণিজ্য বিরোধের প্রেক্ষাপটে।

এবারের আয়োজক দেশ চীন, সংস্থার ঘূর্ণায়মান চেয়ার হিসেবে শীর্ষ সম্মেলনে সভাপতিত্ব করছে। অংশগ্রহণকারী দেশগুলোর মধ্যে রয়েছে চীন, ভারত, রাশিয়া, ইরান, পাকিস্তান, বেলারুশ, উজবেকিস্তান, কিরগিজস্তান, কাজাখস্তান ও তাজিকিস্তান। এ ছাড়া জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস এবং এসসিও মহাসচিব নুরলান ইয়েরমেকবায়েভও সম্মেলনে যোগ দিচ্ছেন।

উল্লেখ্য, তুরস্ক বর্তমানে এসসিও-র ‘সংলাপ অংশীদার’ হিসেবে যুক্ত রয়েছে।

বিশ্বের প্রায় ৪২% জনসংখ্যা ও ২৪% ভৌগোলিক এলাকা নিয়ে এসসিও বর্তমানে বিশ্বের অন্যতম প্রভাবশালী বহুপাক্ষিক জোট। এর সদস্য দেশগুলো বৈশ্বিক জিডিপির প্রায় এক-চতুর্থাংশের প্রতিনিধিত্ব করে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

রায়েরবাজারে দাফন করা অজ্ঞাত ১৮২ শহীদের লাশ উত্তোলন শুরু রোববার

‌নির্বাচনের প্রক্রিয়া যেন ব্যাহত না হয়, সে জন্য কাজ করছে বিএন‌পি: আলাল

যৌথবাহিনীর হাতে আটক বহিষ্কৃত যুবদল নেতার কারাগারে মৃত্যু

টিসিবির মাধ্যমে চিনি বিক্রি চলমান থাকবে: শিল্প উপদেষ্টা

স্বৈরাচার দেশে জুলুমতন্ত্র কায়েম করে সবকিছু লুটেপুটে নিয়েছে: জাহিদুল ইসলাম

এলাকার খবর
খুঁজুন