ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেছেন, শত্রুর আগ্রাসন নিঃশর্তভাবে বন্ধ এবং ইহুদিবাদী সন্ত্রাসীদের অভিযান চিরতরে অবসানই আরোপিত এই যুদ্ধ বন্ধের একমাত্র পথ।
সামাজিক মাধ্যম এক্স-এ দেওয়া এক পোস্টে তিনি এসব কথা বলেছেন।
শুক্রবার বিবিসি বাংলা এক প্রতিবেদনে এ তথ্য প্রকাশ করেছে।
প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের প্রেসিডেন্ট আরো বলেন, শর্ত না মানলে শত্রুদের প্রতি আমাদের প্রতিক্রিয়া আরো বেশি গুরুতর এবং ভয়াবহ হবে।
এদিকে আল জাজিরার এক প্রতিবেদনে বলা হয়েছে, ইসরাইলের দক্ষিণাঞ্চলীয় শহর বেরশেবায় মাইক্রোসফট অফিসের কাছাকাছি এলাকায় হামলা করেছে ইরান। হামলার স্থানে আগুন জ্বলতে দেখা গেছে। আশেপাশের আবাসিক ভবনগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে।

