গর্ভ ‘ভাড়া’ করে শিশু জন্মের পর বিক্রি, পাচার চক্র আটক

আমার দেশ অনলাইন
প্রকাশ : ২০ জুলাই ২০২৫, ১৪: ৫৯
আপডেট : ২০ জুলাই ২০২৫, ১৫: ১১

২০২৩ সাল থেকে সক্রিয় একটি চক্র এ পর্যন্ত অন্তত ২৫টি শিশুকে সিঙ্গাপুরে বিক্রি করেছে বলে অভিযোগ উঠেছে। শিশু পাচারের আন্তর্জাতিক এক চক্রকে প্রকাশ্যে এনেছে ইন্দোনেশিয়ার পুলিশ।

ইন্দোনেশিয়ার পন্তিয়ানাক এবং তাংরাং শহর থেকে এই চক্রের সঙ্গে জড়িত ১৩ জনকে চলতি সপ্তাহে গ্রেপ্তারের পাশাপাশি ছয়জন শিশুকেও পাচারের আগেই উদ্ধার করেছে পুলিশ।

বিজ্ঞাপন

এই শিশুদের প্রত্যেকেরই বয়স এক বছরের মধ্যে।

পশ্চিম জাভা পুলিশের 'ডিরেক্টর জেনারেল অফ ক্রিমিনাল ইনভেস্টিগেশন' সুরাওয়ান বিবিসি নিউজ ইন্দোনেশিয়াকে বলেছেন, এই শিশুদের প্রথমে পন্তিয়ানাকে এনে রাখা হয়েছিল।

পরে তাদের অভিবাসন সংক্রান্ত কাগজপত্র তৈরি করে সিঙ্গাপুরে পাঠানোর পরিকল্পনা ছিল।

বিবিসি সিঙ্গাপুর পুলিশ এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাছ থেকে এই বিষয়ে প্রতিক্রিয়া জানতে চাইলেও এখনো তা মেলেনি।

পুলিশ জানিয়েছে, এই চক্র মূলত এমন বাবা-মা বা গর্ভবতী নারীদের নিশানা করত যারা কথিতভাবে নিজেদের সন্তানদের লালনপালন করতে অনিচ্ছুক ছিলেন।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত