এরদোয়ান ও শাহবাজের মধ্যে ফোনালাপ, যে বিষয়ে কথা হলো

আমার দেশ অনলাইন
প্রকাশ : ২৯ আগস্ট ২০২৫, ২০: ১৩
ছবি: সংগৃহীত

পাকিস্তানে সাম্প্রতিক ভয়াবহ বন্যা পরিস্থিতি নিয়ে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ান ও পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ বৃহস্পতিবার একটি ফোনালাপে কথা বলেছেন। ফোনে এরদোগান পাকিস্তানে বন্যার কারণে সৃষ্ট প্রাণহানি ও ক্ষয়ক্ষতির ঘটনায় গভীর সমবেদনা ও সংহতি প্রকাশ করেন।

বৃহস্পতিবার পাকিস্তানি গণমাধ্যম দ্য নেশন এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞাপন

এরদোয়ান মূল্যবান জীবন ও সম্পত্তি হানির জন্য আন্তরিক সহানুভূতি জানান এবং আশ্বস্ত করেন যে, তুরস্ক উদ্ধার ও ত্রাণ তৎপরতায় সম্পূর্ণ সহায়তা প্রদান করতে প্রস্তুত রয়েছে।

প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ প্রেসিডেন্ট এরদোয়ান সহানুভূতিশীল বার্তা ও সহায়তার উদার প্রস্তাবের জন্য কৃতজ্ঞতা জানান। তিনি বলেন, এই ফোনালাপ দুই দেশের মধ্যে বিদ্যমান দৃঢ়, বিশ্বস্ত ও সময়-পরীক্ষিত ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্কের প্রতিফলন, যা প্রতিকূল সময়েও আরও দৃঢ় হয়।

শেহবাজ আরও উল্লেখ করেন, পাকিস্তান ও তুরস্ক চ্যালেঞ্জপূর্ণ সময়ে বরাবরই একে অপরের পাশে দাঁড়িয়েছে।

দুই নেতা চলতি বছরের শুরুতে তাদের আগের আলোচনার কথাও স্মরণ করেন এবং আসন্ন এসসিও শীর্ষ সম্মেলনের ফাঁকে চীনের তিয়ানজিনে আবার সাক্ষাতের আশা প্রকাশ করেন।

সাব-জেলে অভিযুক্ত সেনা কর্মকর্তারা, সরকারের কাছে যে আহ্বান জানালেন ব্যারিস্টার আরমান

অসদাচারণের দায়ে টঙ্গী পাইলট স্কুলের ভারপ্রাপ্ত অধ্যক্ষকে শোকজ

জরুরি অবস্থা জারি করলেন পেরুর প্রেসিডেন্ট

গুম-খুনে জড়িত ১৫ সেনা কর্মকর্তা চাকরিচ্যুত। ট্রাইব্যুনালে হাজির। সাবজেলে প্রেরণ

এবার ১ টাকায় গরুর মাংস বিতরণের ঘোষণা সেই এমপি প্রার্থীর

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত