আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

দ্বিরাষ্ট্রীয় সমাধানই ইসরাইল-ফিলিস্তিন সংকট নিরসনের একমাত্র পথ: মাহাথির

আমার দেশ অনলাইন
দ্বিরাষ্ট্রীয় সমাধানই ইসরাইল-ফিলিস্তিন সংকট নিরসনের একমাত্র পথ: মাহাথির
ছবি: আল জাজিরা

গাজায় ইসরাইল গণহত্যা চালাচ্ছে বলে অভিযোগ করেছেন মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদ। আল জাজিরাকে দেয়া সাক্ষাতকারে, গাজা গণহত্যাকে বসনিয়ায় মুসলিম নিধন ও দ্বিতীয় বিশ্বযুদ্ধে ইহুদি হত্যাকাণ্ডের সঙ্গে তুলনা করেন তিনি।

মাহাথির মোহাম্মদ বলেন, গাজায় ফিলিস্তিনি জনগোষ্ঠীর প্রতি ইসরাইলের নির্মমতা বিশ্ব ইতিহাসে খোদাই করে লেখা থাকবে।

বিজ্ঞাপন

তিনি বলেন, গাজায় গর্ভবতী মায়েদের, সদ্য জন্ম নেয়া শিশু, যুবক, ছেলে ও মেয়ে, নারী-পুরুষকে নির্মমভাবে হত্যা করছে ইসরাইলি বাহিনী। এটা ভুলে যাওয়া যায় না।

তিনি বলেন, ‘গাজায় ইসরাইলের হত্যাকাণ্ড প্রজন্মের পর প্রজন্ম ধরে, সম্ভবত শতাব্দীর পর শতাব্দী ধরে স্মরণ করা হবে।’

দ্বিতীয় বিশ্বযুদ্ধে জার্মান নাৎসিদের ভয়াবহতার অভিজ্ঞতা থেকে ইসরাইলিরা শিক্ষা নেয়নি বলে মন্তব্য করেন মাহাথির।

তিনি বলেন, ‘দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় নাৎসি বাহিনীর নির্মমতার শিকার হয়েছিলেন ইহুদিরা, এখন সেই ইহুদিরাই ফিলিস্তিনিদের সাথে একই ধরনের নির্যাতন চালাচ্ছে।’

তার মতে, ইসরাইল-ফিলিস্তিন সংকটের একমাত্র যুক্তিসঙ্গত উপায় হলো দ্বি-রাষ্ট্রীয় সমাধান বাস্তবায়ন করা। তবে এ ধরনের সমাধানের জন্য এখনো অনেক পথ পারি দিতে হবে বলে মনে করেন মাহাথির।

আরএ

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
খুঁজুন