পাক-সৌদি প্রতিরক্ষা চুক্তি মুসলিম ‘সুপার পাওয়ার’ হওয়ার ইঙ্গিত

আমার দেশ অনলাইন
প্রকাশ : ২১ সেপ্টেম্বর ২০২৫, ১২: ০০
ছবি: জিও নিউজ

পাকিস্তানের প্রধানমন্ত্রীর রাজনীতি বিষয়ক উপদেষ্টা রানা সানাউল্লাহ বলেছেন, নতুন প্রতিরক্ষা চুক্তির মাধ্যমে ঐতিহাসিক পদক্ষেপ নিয়েছে পাকিস্তান ও সৌদি আরব। তার মতে, এই পদক্ষেপ দীর্ঘদিনের মুসলিম ঐক্যের স্বপ্ন বাস্তবায়নকে প্রতিফিলিত করে। খবর জিও নিউজের।

জিও নিউজের টকশো ‘জিরগা’-তে অংশ নিয়ে সানাউল্লাহ বলেন, ‘এই চুক্তি পাকিস্তানের পারমাণবিক সক্ষমতা এবং সৌদি আরবের অর্থনৈতিক শক্তি একত্রে মুসলিম বিশ্বের জন্য সম্ভাব্য যৌথ পরাশক্তি বা সুপার পাওয়ার তৈরি করছে।’

বিজ্ঞাপন

তিনি এই চুক্তিকে মুসলিম বিশ্বের জন্য একটি ‘শুভ লক্ষণ’ হিসেবে বর্ণনা করে বলেছেন, এতে প্রতিরক্ষা উৎপাদন বাড়ানোর বিষয়টি অন্তর্ভূক্ত রয়েছে।

তিনি আরো বলেন যে, পাকিস্তানের ওপর যেকোনো আক্রমণকে সৌদি আরবের ওপর আক্রমণ হিসেবে গণ্য করা হবে। তিনি এটিকে ন্যাটোর বাইরের এক নজিরবিহীন প্রতিরক্ষা ব্যবস্থা হিসেবেও উল্লেখ করেন।

প্রধানমন্ত্রীর সহকারী জোর দিয়ে বলেন, পাকিস্তান সব সময় একটি প্রতিরক্ষামূলক অবস্থান বজায় রেখেছে। তিনি বলেন, ‘আমাদের অবস্থান স্পষ্ট, আমরা আগ্রাসন শুরু করি না।’

সানাউল্লাহ বলেন, ‘ভারত আক্রমণ করলে আমরা জবাব দেব। পাকিস্তানের অবস্থান সব সময়েই প্রতিরক্ষামূলক ছিল।’

প্রধানমন্ত্রীর কার্যালয়ও এক বিবৃতিতে নিশ্চিত করেছে, পাকিস্তান বা সৌদি আরবের ওপর কোনো আগ্রাসন হলে তা উভয় দেশের ওপর আক্রমণ হিসেবে গণ্য হবে। চুক্তিটি ১৭ সেপ্টেম্বর স্বাক্ষরিত হয়, যা দুই দেশের কয়েক দশকের পুরোনো নিরাপত্তা সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে গেছে।

আরএ

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত