আইওসির চাপেও ইসরাইলি জিমন্যাস্টদের ভিসা দেয়নি ইন্দোনেশিয়া

আমার দেশ অনলাইন
প্রকাশ : ২৩ অক্টোবর ২০২৫, ১৭: ০৩

আন্তর্জাতিক অলিম্পিক কমিটির কড়া চাপেও ইসরায়েলি জিমন্যাস্টদের বিশ্ব চ্যাম্পিয়নশিপে অংশগ্রহণে জন্য ভিসা দেয়নি ইন্দোনেশিয়া। দেশটির ক্রীড়ামন্ত্রী এরিক থোহির জানিয়েছেন, এই সিদ্ধান্ত জনশৃঙ্খলা ও জাতীয় স্বার্থ রক্ষার অংশ হিসেবে নেওয়া হয়েছে।

বৃহস্পতিবার তুরস্কভিত্তিক গণমাধ্যম টিআরটি ওয়ার্ল্ড এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

বিজ্ঞাপন

এতে বলা হয়, ভিসা না দেওয়ার ঘটনার পর আন্তর্জাতিক অলিম্পিক কমিটি (আইওসি) সব আন্তর্জাতিক ফেডারেশনকে ইন্দোনেশিয়ায় ক্রীড়া ইভেন্ট না করার আহ্বান জানিয়েছে এবং ২০৩৬ সালের গ্রীষ্মকালীন অলিম্পিক আয়োজনে দেশটির সম্ভাব্য বিড স্থগিত করেছে।

থোহির তার সামাজিক মাধ্যমে বলেন, ইন্দোনেশিয়া নিরাপত্তা ও জনস্বার্থ রক্ষার সাংবিধানিক নীতি মেনে চলে। তিনি আরও জানান, সরকার ইসরাইলি ক্রীড়াবিদদের ভিসা না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে, যা দেশের দীর্ঘদিনের পররাষ্ট্রনীতির অংশ—ইসরাইল ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি না দেওয়া পর্যন্ত সম্পর্ক স্থাপন করা হবে না।

তিনি স্বীকার করেন, ইসরাইলি ক্রীড়াবিদদের নিষিদ্ধ রাখার কারণে ইন্দোনেশিয়া অলিম্পিকের ছত্রছায়ায় কোনো বড় ক্রীড়া ইভেন্ট আয়োজনের সুযোগ হারাবে। তবুও দেশটি আঞ্চলিক ও আন্তর্জাতিক ক্রীড়া অঙ্গনে সক্রিয় ভূমিকা রাখবে বলে জানান তিনি।

উল্লেখ্য, ইন্দোনেশিয়ার জাকার্তায় ১৯ অক্টোবর শুরু হয়েছে ওয়ার্ল্ড আর্টিস্টিক জিমন্যাস্টিকস চ্যাম্পিয়নশিপ।

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত