ইরানের তাসনিম নিউজ এজেন্সির একজন ফিলিস্তিনি সাংবাদিক ফারাহ আবু আয়াশকে নির্যাতনের অভিযোগ পাওয়া গেছে। আয়াশ গত ১১০ দিন ধরে ইসরাইলের কারাগারে বন্দি, এসময়ে ইসরাইলের সৈন্যদের দ্বারা তিনি নির্যাতন ও দুর্ব্যবহারের শিকার হয়েছেন বলে জানিয়েছে ইরানের সংবাদ সংস্থা তাসনিম।
সাংবাদিক ফারাহ আবু আয়াশ দক্ষিণ পশ্চিম তীরে অবস্থিত হেবরন (আল-খলিল) শহরের তাসনিমের একজন প্রতিনিধি। এবছরের ইসরাইলের সৈন্য ৬ আগস্ট আল-খলিলের উত্তরে বেইত উম্মার গ্রামে নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করে।
তাসনিম জানিয়েছে, জেরুজালেমের (আল-কুদস) মস্কোবিয়া কারাগারে নেওয়ার পর সেখানে তিনি অত্যাচার, হয়রানি এবং যৌন নির্যাতনের শিকার হন।
তাসনিম চেয়েছিল তাদের সাংবাদিক আটক হওয়ার সাথে সাথেই ইহুদিবাদী সরকারের এই জঘন্য কর্মকাণ্ডের বিরুদ্ধে জবাব দিতে চেয়েছিল। তবে বেশ কয়েকজন মধ্যস্থতাকারী সাংবাদিক এবং ফিলিস্তিনি সাংবাদিকের আইনজীবীরা আয়াশের ব্যক্তিগত ক্ষতির বিষয়ে উদ্বিগ্ন থাকায়, মামলা সম্পর্কিত তথ্য প্রকাশ করা হয়নি।
পরবর্তীতে আয়াশ তার আইনজীবীর কাছে ইসরাইলের কারাগারের ভেতর কারারক্ষীদের দ্বারা নির্যাতন ও নির্যাতনের বিস্তারিত বর্ণনা দিলে, তাসনিমের আনুষ্ঠানিকভাবে সংবাদটি ঘোষণা করে। নিরীহ ফিলিস্তিনি সাংবাদিকের বিরুদ্ধে ইসরাইলের সরকারের অমানবিক কর্মকাণ্ডের গুরুতর পরিণতি সম্পর্কে সচেতনতা বৃদ্ধির জন্য আনুষ্ঠানিকভাবে প্রকাশ করার সিদ্ধান্ত নেয় তাসনিম।

