রাশিয়া বৃহস্পতিবার জানিয়েছে, ইউক্রেন একটি বৃহৎ বিমান হামলা চালিয়েছে। যার মধ্যে মস্কোসহ বিভিন্ন অঞ্চলে অন্তত ২৮৭টি ড্রোন ধ্বংস করা হয়েছে।
রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, মস্কো অঞ্চলে অন্তত ৪০টি ড্রোন গুলি করে নামানো হয়েছে। মস্কো শহর এবং এর আশেপাশের অঞ্চলের মোট জনসংখ্যা প্রায় ২২ মিলিয়নের বেশি।
প্রাথমিকভাবে ক্ষতির পরিমাণ স্পষ্ট নয়, তবে মস্কোর প্রধান বিমানবন্দরগুলো থেকে সব ফ্লাইটকে ভিন্ন পথে পরিচালিত করা হয়েছে।
ফেব্রুয়ারি ২০২২ সালে রাশিয়া ইউক্রেনে আক্রমণ শুরু করে এবং বর্তমানে ইউক্রেনের মোট এলাকার প্রায় এক-পঞ্চমাংশ রাশিয়ার নিয়ন্ত্রণে রয়েছে।
রাশিয়া ছোট প্রতিবেশী দেশটিকে মিসাইল এবং ড্রোন দিয়ে লক্ষ্য করে আসছে, সম্প্রতি এনার্জি খাতকেও লক্ষ্য করা হয়েছে। ইউক্রেন এ বছর রাশিয়ার তেল রিফাইনারি ও তেল টার্মিনাল ধ্বংস করার জন্য ড্রোন ব্যবহার করেছে।
একজন ইউক্রেনি কর্মকর্তা জানিয়েছেন, বুধবার ড্রোন ব্যবহার করে একটি ট্যাঙ্কারে আঘাত করা হয়েছে, যা রাশিয়ান তেল পরিবহনে ইউক্রেনের একচেটিয়া অর্থনৈতিক অঞ্চলে ব্ল্যাক সি দিয়ে নভোরোসিয়েস্ক বন্দরের দিকে যাচ্ছিল।
এর ফলে ব্ল্যাক সিতে চলাচলরত জাহাজের যুদ্ধবীমা খরচ বৃদ্ধি পেয়েছে, এবং বীমাকারীরা দৈনন্দিন নীতি পর্যালোচনা করছে, যেহেতু ইউক্রেন-রাশিয়া সংঘাত সমুদ্রপথেও প্রভাব ফেলছে।
সূত্র: রয়টার্স
এসআর

