গাজায় একদিনে ৭২ জনের মৃত্যু, মোট প্রাণহানি ৬০ হাজার ৩০০

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ : ০৯ আগস্ট ২০২৫, ১২: ৩৯

শুক্রবার দিনভর ইসরায়েলি বাহিনীর আক্রমণে গাজায় আরও ৭২ জন নিহত ও ৩১৪ জন আহত হয়েছেন। শুক্রবার সন্ধ্যার পর এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়।

২০২৩ সালের অক্টোবর থেকে শুরু হওয়া ইসরায়েলি অভিযানে গাজায় মোট মৃতের সংখ্যা ৬০ হাজার ৩৩০ জনে পৌঁছেছে। আহত হয়েছেন ১ লাখ ৫২ হাজার ৩৫৯ জন। তবে ধ্বংসস্তূপের নিচে আটকে পড়া এবং হাসপাতালে পৌঁছাতে না পারা মৃতদেহগুলো এই হিসাবের বাইরে। ফলে প্রকৃত সংখ্যা আরও অনেক বেশি বলে ধারণা করা হচ্ছে।

বিজ্ঞাপন

অভিযান চলাকালীন খাদ্য ও ত্রাণ সরবরাহ সীমিত করায় দুর্ভিক্ষ পরিস্থিতি তৈরি হয়েছে। এ পর্যন্ত অপুষ্টি ও খাদ্যাভাবে ২০১ জনের মৃত্যু হয়েছে, যাদের মধ্যে ৯৮ জন শিশু। ত্রাণ নিতে আসা ফিলিস্তিনিদের ওপরও হামলা চালানো হচ্ছে; এখন পর্যন্ত ১ হাজার ৭৭২ জন নিহত হয়েছেন ত্রাণ নিতে গিয়ে।

৭ অক্টোবর হামাসের হামলার জবাবে ইসরায়েল গাজায় সামরিক অভিযান শুরু করে। ১৫ মাসের অভিযানের পর সাময়িক যুদ্ধবিরতি হলেও গত ১৮ মার্চ থেকে আবারও অভিযান শুরু হয়। ইসরায়েল জানিয়েছে, হামাসকে পুরোপুরি নির্মূল করা এবং জিম্মিদের মুক্ত করাই তাদের অভিযানের মূল লক্ষ্য। জাতিসংঘ ও আন্তর্জাতিক চাপ সত্ত্বেও অভিযান অব্যাহত রাখার ঘোষণা দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু।

সূত্র: আনাদোলু এজেন্সি

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত