যুদ্ধবিরতির পরও গাজায় ৯৩ জনকে হত্যা করেছে ইসরাইল

আমার দেশ অনলাইন
প্রকাশ : ২৫ অক্টোবর ২০২৫, ১৭: ৫০
আপডেট : ২৫ অক্টোবর ২০২৫, ১৭: ৫৩
ছবি: আল জাজিরা

দুই সপ্তাহ আগে কার্যকর হওয়া যুদ্ধবিরতির পরও গাজায় ইসরাইলি বাহিনীর হামলায় অন্তত ৯৩ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। এরমধ্যে গত ২ দিনে ইসরাইলি হামলায় ১৯ জন নিহতকে গাজা হাসপাতালে ভর্তি হয়েছে।

শনিবার কাতারভিত্তিক গণমাধ্যম আল-জাজিরা এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

বিজ্ঞাপন

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ১১ অক্টোবর যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর থেকে ইসরাইলের গুলিতে মোট ৯৩ জন ফিলিস্তিনি নিহত হয়েছে। এবং ৩২৪ জন আহত হয়েছে।

এদিকে, গাজার জেইতুন এলাকায় একই পরিবারের ১১ সদস্যকে হত্যা করা হয়েছে—যা এই যুদ্ধবিরতির সবচেয়ে ভয়াবহ লঙ্ঘন হিসেবে বিবেচিত হচ্ছে। হামাস এই ঘটনাকে “গণহত্যা” হিসেবে আখ্যা দিয়েছে এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পসহ মধ্যস্থতাকারীদের প্রতি আহ্বান জানিয়েছে, যাতে তারা ইসরাইলকে যুদ্ধবিরতির শর্ত মেনে চলতে চাপ দেয়।

উল্লেখ্য, ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে দখলদার ইসরাইলের হামলায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬৮,৫১৯ জন এবং আহত হয়েছেন ১,৭০,৩৮২ জন।

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত