আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর সঙ্গে আলোচনা শুরু করতে পারেন। তিনি এমন সময় এ কথা বললেন, যখন ক্যারিবীয় সাগরে বিমানবাহী রণতরী মোতায়েন করেছে ওয়াশিংটন।
রোববার ফ্লোরিডার ওয়েস্ট পাম বিচ থেকে ওয়াশিংটন ফেরার পথে সাংবাদিকদের এ কথা বলেন তিনি। এ সময় ট্রাম্প বলেন, মাদুরোর সঙ্গে কিছু আলোচনা করতে পারেন তিনি। আর তাতে কী ফলাফল হয়, তাও দেখবেন। কারণ, ভেনেজুয়েলা কথা বলতে চায়।
ভেনেজুয়েলার উপকূল ও পূর্ব প্রশান্ত মহাসাগরে সন্দেহভাজন মাদক চোরাকারবারিদের বিরুদ্ধে ওয়াশিংটনের সামরিক অভিযান ঘিরে এ অঞ্চলে উত্তেজনা বাড়ছে। ক্রমবর্ধমান এই উত্তেজনাপূর্ণ পরিস্থিতি প্রশমনে ট্রাম্পের আলোচনার ইঙ্গিত সম্ভাব্য পথগুলোর একটি হিসেবে দেখা হচ্ছে।
তবে এর বাইরে বিস্তারিত আর কিছুই জানাননি ট্রাম্প। আমেরিকার অভিযোগ, মাদুরো অবৈধ মাদক ব্যবসার সঙ্গে জড়িত। তবে এ অভিযোগ অস্বীকার করেছেন ভেনেজুয়েলার প্রেসিডেন্ট।
শুক্রবার ট্রাম্প বলেছেন, ভেনেজুয়েলা সম্পর্কে তিনি ‘একরকম সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন’। তিনি ইঙ্গিত দিয়েছেন যে, শিগগির একটি সিদ্ধান্তে আসতে পারেন তিনি।
নাম প্রকাশ না করার শর্তে কয়েকজন কর্মকর্তা জানান, ট্রাম্প প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা গত সপ্তাহে ভেনেজুয়েলাকে লক্ষ্য করে সম্ভাব্য সামরিক অভিযানের বিভিন্ন বিকল্প নিয়ে হোয়াইট হাউসে তিন দফা বৈঠক করেছেন। এর মধ্যে দেশটির অভ্যন্তরে স্থল হামলাও অন্তর্ভুক্ত রয়েছে।

