আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

গাজায় ইসরাইলি হামলায় একদিনে আরো ৭১ জনের মৃত্যু

আমার দেশ অনলাইন

গাজায় ইসরাইলি হামলায় একদিনে আরো ৭১ জনের মৃত্যু
ছবি: বার্তা সংস্থা আনাদোলু

গাজায় ইসরাইলি বাহিনীর হামলায় একদিনে আরো ৭১ জন নিহত হয়েছেন। এদের মধ্যে ৪২ জন প্রাণ হারান ত্রাণ সংগ্রহ করতে গিয়ে। রোববার এক প্রতিবেদনে এই তথ্য জানায় সংবাদমাধ্যম আল জাজিরা।

প্রতিবেদনে বলা হয়, নাসের হাসপাতালের একটি সূত্র জানিয়েছে, খান ইউনিসের আল-মাওয়াসি এলাকায় একটি তাঁবুতে আশ্রয় নেওয়া পাঁচজন ফিলিস্তিনি ইসরাইলি ড্রোন হামলায় নিহত হয়েছেন।

বিজ্ঞাপন

যদিও ইসরাইল সরকার আল-মাওয়াসিকে ‘নিরাপদ অঞ্চল’ হিসেবে ঘোষণা করেছে। লাখ লাখ ফিলিস্তিনিকে সেখানে স্থানান্তরিত করতে বাধ্য করেছে। তবে ইসরাইলি সেনাবাহিনী নিয়মিতভাবে দুর্বল এবং জনাকীর্ণ তাঁবুতে আশ্রয় নেওয়া বাস্তুচ্যুত মানুষের ওপর মারাত্মক আক্রমণ চালায়।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় আরো জানায়, ইসরাইলি অবরোধের কারণে ক্ষুধায় আরো পাঁচজনের মৃত্যু হয়েছে। যুদ্ধ শুরুর পর থেকে অপুষ্টিজনিত কারণে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১২৭ জনে। যাদের মধ্যে ৮৫ জনই শিশু।

কয়েক সপ্তাহ ধরে জাতিসংঘ, বিশ্বের শতাধিক সংস্থা এবং সরকার গাজায় ইসরাইলের মানবসৃষ্ট দুর্ভিক্ষ সম্পর্কে সতর্ক করে আসছে। গাজা উপত্যকায় সাহায্য কেন্দ্রগুলো মৃত্যুফাঁদে পরিণত হয়েছে।

শুধুমাত্র শনিবারেই, ৪২ জন ক্ষুধার্ত ফিলিস্তিনি খাদ্য সংগ্রহের চেষ্টা করতে গিয়ে নিহত হয়েছেন।

এদিকে, যুদ্ধবন্ধে ইসরাইলে বিক্ষোভ হয়েছে। বিক্ষোভকারীরা বলছেন, ‘যথেষ্ট হয়েছে।’ যুদ্ধ বন্ধের এবং বন্দীদের মুক্তির আহ্বান জানিয়েছেন তারা।

আরএ

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন