আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

গাজা নিয়ে তুরস্কের লক্ষ্য জানালেন এরদোয়ান

আমার দেশ অনলাইন
গাজা নিয়ে তুরস্কের লক্ষ্য জানালেন এরদোয়ান

তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়িপ এরদোয়ান বলেছেন, গাজায় শান্তি, নিরাপত্তা ও স্থিতিশীলতা নিশ্চিত করাই তার দেশের প্রধান লক্ষ্য। আজ ইস্তাম্বুলে এক অনুষ্ঠানে তিনি বলেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের যুদ্ধবিরতি প্রস্তাবের প্রতি হামাসের প্রতিক্রিয়ার পর এই অঞ্চলে স্থায়ী শান্তির জন্য "সুযোগের দরজা" খুলে গেছে।

শনিবার তুরস্কভিত্তিক গণমাধ্যম আনাদোলু এজেন্সি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

বিজ্ঞাপন

এরদোয়ান জানান, হামাস তাদের শান্তির সদিচ্ছা আবারও দেখিয়েছে এবং এখন তা আন্তর্জাতিক সম্প্রদায়ের দায়িত্ব তা কাজে লাগানো। তিনি বলেন, ইসরাইলের অবরোধ ও হামলা বন্ধ করা এখন জরুরি এবং শান্তির সম্ভাবনা যেন হারিয়ে না যায়, তা নিশ্চিত করতে হবে।

তিনি জানান, ট্রাম্পের সঙ্গে ফোনালাপে গাজার বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব পেয়েছে এবং তুরস্ক এই সংকটে মানবিক সহায়তা, কূটনৈতিক উদ্যোগ ও আন্তর্জাতিক প্রচারণা—সব ক্ষেত্রেই সক্রিয় ভূমিকা নিচ্ছে।

এরদোয়ান আরো বলেন, তুরস্ক ‘গ্লোবাল সুমুদ ফ্লোটিলা’র মাধ্যমে গাজায় মানবিক সহায়তা পাঠানোর চেষ্টা চালিয়ে যাচ্ছে। ইসরাইল এ বহরে হামলা চালিয়ে নৌযান জব্দ ও যাত্রীদের আটক করেছে, যা আন্তর্জাতিক আইন লঙ্ঘন।

তিনি বলেন, “গাজার শিশুদের মুখে হাসি ফিরিয়ে আনাই আমাদের মানবিক দায়িত্ব, আর সে লক্ষ্যে তুরস্ক কাজ করে যাবে।”

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

রায়েরবাজারে দাফন করা অজ্ঞাত ১৮২ শহীদের লাশ উত্তোলন শুরু রোববার

‌নির্বাচনের প্রক্রিয়া যেন ব্যাহত না হয়, সে জন্য কাজ করছে বিএন‌পি: আলাল

যৌথবাহিনীর হাতে আটক বহিষ্কৃত যুবদল নেতার কারাগারে মৃত্যু

টিসিবির মাধ্যমে চিনি বিক্রি চলমান থাকবে: শিল্প উপদেষ্টা

স্বৈরাচার দেশে জুলুমতন্ত্র কায়েম করে সবকিছু লুটেপুটে নিয়েছে: জাহিদুল ইসলাম

এলাকার খবর
খুঁজুন