ভারতে কুম্ভমেলায় পদপিষ্ট হয়ে ১৫ জনের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ : ২৯ জানুয়ারি ২০২৫, ১০: ৩৫
আপডেট : ২৯ জানুয়ারি ২০২৫, ১৪: ১৪

ভারতের উত্তর প্রদেশে মহাকুম্ভ মেলায় পদদলিত হয়ে ১৫ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৭০ জন।

বিজ্ঞাপন

মঙ্গলবার দিবাগত রাতে কয়েক লাখ মানুষ পবিত্র স্নান করতে সেখানে জড়ো হলে এ ঘটনা ঘটে। হিন্দুস্তান টাইমস এক প্রতিবেদনে এতথ্য জানিয়েছে।

পদদলিত হয়ে বহু মানুষ আহত হয়েছেন। আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসা চলছে অনেকের। কারও বোন, কারও ছেলে, কারও বাবা, কারও মা, কেউ আবার বন্ধুকে হারিয়ে ফেলেছেন। হাসপাতালে হাসপাতালে পরিজনদের খুঁজছেন অনেকেই।

গঙ্গা, যমুনা, এবং অন্তঃসলিলা সরস্বতী- তিন নদীর সঙ্গমে মৌনী অমাবস্যায় ‘শাহি স্নান’ করতে গিয়ে ভয়াবহ অভিজ্ঞতা হলো বিবেক মিশ্রর। মা-বাবাকে নিয়ে পুণ্যস্নানে এসেছিলেন তিনি।

বিবেক বলেছেন, রাত আড়াইটার দিকে প্রচুর মানুষ সঙ্গমের তীরে এসে পৌঁছেছিলেন। অনেকেই মাথায় ভারী মালপত্র নিয়ে এসেছিলেন স্নান করতে। নদীর তীরে লোহার বেশ কিছু ডাস্টবিন রাখা ছিল। যা ভিড়ের মধ্যে দৃষ্টি এড়িয়ে যায় অনেকের। তাতেই ধাক্কা খেয়ে বহু পুণ্যার্থী মাটিতে পড়ে যান। মাথায় থাকা মালপত্রও ছিটকে পড়ে। মালপত্র এবং মাটিতে পড়ে যাওয়া পুণ্যার্থীদের সঙ্গে ধাক্কা লেগে আরও অনেকে পড়ে যান। তাঁদের পাড়িয়েই এগোতে থাকেন অন্যেরা। চোখের সামনে ধীরে ধীরে পরিস্থিতি পাল্টে যায়।

রাজ্য এবং জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী উদ্ধারকাজে করছে। পরিস্থিতি যাতে আরও খারাপ না হয়, সেজন্য ঘটনাস্থলে র‌্যাফ নামানো হয়েছে। কাজ করছে এনএসজি-র দলও।

এমবি

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিষয়:

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত