ইরানের স্থিতিশীলতা আঞ্চলিক নিরাপত্তার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করে তুরস্ক। তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তায়েপ এরদোয়ানের সভাপতিত্বে জাতীয় নিরাপত্তা পরিষদের বৈঠকে এ অভিমত প্রকাশ করা হয়। বৈঠকে গাজা, সিরিয়া ও ইউক্রেনের পরিস্থিতি নিয়েও আলোচনা হয়। খবর টিআরটি ওয়ার্ল্ডের।
বৈঠকে ইরানের সাম্প্রতিক ঘটনাবলি বিস্তারিত আলোচনা করা হয়। এ ছাড়া গাজার সবশেষ পরিস্থিতি এবং যুদ্ধবিরতির ভবিষ্যৎও পর্যালোচনা করে উপত্যকা পুনর্গঠন এবং তার অংশীদারদের সহযোগিতায় স্থায়ী শান্তি প্রতিষ্ঠার দায়িত্ব নেওয়ার জন্য তুরস্কের প্রস্তুতি পুনর্ব্যক্ত করে আংকারা।
তুরস্ক জানায়, তারা গাজায় ব্যাপক মানবিক সহায়তা প্রদানের প্রচেষ্টা অব্যাহত রাখবে। কাউন্সিল সিরিয়ার সার্বভৌমত্ব, আঞ্চলিক অখণ্ডতা, একক কাঠামো এবং রাজনৈতিক ঐক্যের প্রতি দৃঢ় সমর্থন পুনর্ব্যক্ত করে। একই সঙ্গে সিরিয়ার জনগণের নিরাপত্তা, স্থিতিশীলতা এবং সমৃদ্ধির লক্ষ্যে প্রচেষ্টা চালিয়ে যাওয়ার প্রতিশ্রুতি দেয়।
সোমালিয়ার সার্বভৌমত্ব এবং আঞ্চলিক অখণ্ডতার প্রতিও সমর্থন জানানো হয় বৈঠকে। বৈঠকে ইউক্রেনের যুদ্ধ নিয়ে পর্যালোচনা করা হয়। তুরস্ক বলছে, তারা যুদ্ধের অবসান ঘটাতে এবং যত তাড়াতাড়ি সম্ভব স্থায়ী শান্তি অর্জনে সহায়তার প্রচেষ্টা অব্যাহত রাখবে।
আরএ
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন


ইরানকে ট্রাম্পের আলটিমেটাম, পাল্টা হুঁশিয়ারি তেহরানের