আমার দেশ অনলাইন
গাজায় চলমান ধ্বংসযজ্ঞকে ‘অমানবিক ও অযৌক্তিক’ বলে অভিহিত করেছেন ভ্যাটিকানের পররাষ্ট্রমন্ত্রী পিয়েত্রো প্যারোলিন। শুধু বিবৃতি নয়, রক্তপাত বন্ধে সুনির্দিষ্ট পদক্ষেপ নিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি। খবর বার্তা সংস্থা আনাদোলুর।
৭০ বছর বয়সী প্যারোলিন ২০১৩ সাল থেকে পোপ ফ্রান্সিসের পররাষ্ট্রমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছেন। এই পদে দায়িত্ব পালনকারীদের ডেপুটি পোপ বলা হয়।
গাজা যুদ্ধের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে ভ্যাটিকান নিউজকে দেয়া সাক্ষাতকারে গাজায় চলমান সহিংসতার নিন্দা জানান প্যারোলিন। তিনি গাজায় ইসরাইলের সামরিক আগ্রাসনকে ‘অমানবিক ও অযৌক্তিক’ বলে অভিহিত করেন।
তিনি জোর দিয়ে বলেছেন, ইসরাইলের সামরিক অভিযান গাজার বেসামরিক নাগরিকদের জন্য ‘বিপর্যয়কর ও অমানবিক পরিণতি’ ডেকে এনেছে।
প্যারোলিন বলেন, ‘মানুষকে শিকারে পরিণত করা অগ্রহণযোগ্য এবং অযৌক্তিক।’ তিনি আরো বলেন, ‘হাজার হাজার মানুষ, যাদের মধ্যে অনেকেই শিশু, তাদের একমাত্র অপরাধ তারা সেখানে জন্মগ্রহণ করেছেন।’
হামাসের হাতে আটক ইসরাইলি জিম্মিদের মুক্তি দেয়ার আহ্বান জানান প্যারোলিন।
ক্ষমতাধর রাষ্ট্রগুলো যুদ্ধ বন্ধে ব্যর্থ হওয়ায় সমালোচনা করেন তিনি। এই হত্যাকাণ্ডে অভ্যস্ত হওয়ার ঝুঁকি সম্পর্কে সতর্ক করে দেন প্যারোলিন।
বেসামরিক নাগরিকদের ক্ষয়ক্ষতির জন্য ব্যবহৃত অস্ত্র সরবরাহ অব্যাহত রাখার বৈধতা নিয়েও প্রশ্ন তোলেন তিনি। এ সময় ইসরাইল-ফিলিস্তিন সংকট মোকাবেলায় দ্বিরাষ্ট্রভিত্তিক সমাধানের ওপর জোর দেন তিনি।
ইসরাইলে হামাসের হামলায় এক হাজার ২০০ জনেরও কম মানুষ মারা গেছেল। যদিও গাজায় ইসরাইলি হামলায় ৬৭ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন।
আরএ
গাজায় চলমান ধ্বংসযজ্ঞকে ‘অমানবিক ও অযৌক্তিক’ বলে অভিহিত করেছেন ভ্যাটিকানের পররাষ্ট্রমন্ত্রী পিয়েত্রো প্যারোলিন। শুধু বিবৃতি নয়, রক্তপাত বন্ধে সুনির্দিষ্ট পদক্ষেপ নিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি। খবর বার্তা সংস্থা আনাদোলুর।
৭০ বছর বয়সী প্যারোলিন ২০১৩ সাল থেকে পোপ ফ্রান্সিসের পররাষ্ট্রমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছেন। এই পদে দায়িত্ব পালনকারীদের ডেপুটি পোপ বলা হয়।
গাজা যুদ্ধের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে ভ্যাটিকান নিউজকে দেয়া সাক্ষাতকারে গাজায় চলমান সহিংসতার নিন্দা জানান প্যারোলিন। তিনি গাজায় ইসরাইলের সামরিক আগ্রাসনকে ‘অমানবিক ও অযৌক্তিক’ বলে অভিহিত করেন।
তিনি জোর দিয়ে বলেছেন, ইসরাইলের সামরিক অভিযান গাজার বেসামরিক নাগরিকদের জন্য ‘বিপর্যয়কর ও অমানবিক পরিণতি’ ডেকে এনেছে।
প্যারোলিন বলেন, ‘মানুষকে শিকারে পরিণত করা অগ্রহণযোগ্য এবং অযৌক্তিক।’ তিনি আরো বলেন, ‘হাজার হাজার মানুষ, যাদের মধ্যে অনেকেই শিশু, তাদের একমাত্র অপরাধ তারা সেখানে জন্মগ্রহণ করেছেন।’
হামাসের হাতে আটক ইসরাইলি জিম্মিদের মুক্তি দেয়ার আহ্বান জানান প্যারোলিন।
ক্ষমতাধর রাষ্ট্রগুলো যুদ্ধ বন্ধে ব্যর্থ হওয়ায় সমালোচনা করেন তিনি। এই হত্যাকাণ্ডে অভ্যস্ত হওয়ার ঝুঁকি সম্পর্কে সতর্ক করে দেন প্যারোলিন।
বেসামরিক নাগরিকদের ক্ষয়ক্ষতির জন্য ব্যবহৃত অস্ত্র সরবরাহ অব্যাহত রাখার বৈধতা নিয়েও প্রশ্ন তোলেন তিনি। এ সময় ইসরাইল-ফিলিস্তিন সংকট মোকাবেলায় দ্বিরাষ্ট্রভিত্তিক সমাধানের ওপর জোর দেন তিনি।
ইসরাইলে হামাসের হামলায় এক হাজার ২০০ জনেরও কম মানুষ মারা গেছেল। যদিও গাজায় ইসরাইলি হামলায় ৬৭ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন।
আরএ
উগান্ডা পুলিশ জানিয়েছে, সোমবার স্থানীয় সময় রাত সোয়া ১২টার দিকে কাম্পালা-গুলু হাইওয়েতে বিপরীত দিকে আসা দুটি বাস মুখোমুখি হয়ে যায়। দুর্ঘটনা এড়াতে গেলে একটি বাস উল্টে যায়। আর এ সময় দুর্ঘটনা থেকে বাঁচতে অন্যান্য যানবাহনগুলোও উল্টে গেলে ব্যাপক হতাহতের ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগেআফগানিস্তান-যুক্তরাষ্ট্রের রক্তক্ষয়ী যুদ্ধের অবসান ঘটে ২০২১ সালে। দুই দশক ধরে চলা, এই যুদ্ধের কারণে বৈরী সম্পর্ক রয়েছে দেশ দুটির মধ্যে, তবে এমন সম্পর্ক থেকে উত্তরণ চায় ইসলামিক আমিরাত আফগানিস্তান। যুক্তরাষ্ট্রের সাথে অর্থনৈতিক ও রাজনৈতিক উন্নয়নই এখন তাদের লক্ষ্য।
২ ঘণ্টা আগেভারতের উত্তর প্রদেশের একটি শিল্পনগরী এলাকা কানপুর। গত ৪ সেপ্টেম্বর কানপুরের মুসলিম অধ্যুষিত এলাকা সৈয়দ নগরে ঈদে মিলাদুন্নবি উদ্যাপন উপলক্ষে সন্ধ্যায় একটি সাইনবোর্ড টাঙানো হয়।
৪ ঘণ্টা আগেসম্প্রতি বায়ু দূষণ কমানোর জন্য রাজধানীতে পেট্রোলচালিত মোটরবাইকের উপর নিষেধাজ্ঞা জারি করে ভিয়েতনাম প্রশাসন। যা ২০২৬ সালের মাঝামাঝি থেকে কার্যকর হওয়ার কথা। তবে, পরিকল্পিত এই নিষেধাজ্ঞার ফলে ৪.৬ বিলিয়ন ডলারের বাজার হারাবে বলে আশঙ্কা করছে জাপান সরকার এবং দেশের কিছু শীর্ষস্থানীয় নির্মাতা।
৪ ঘণ্টা আগে