নাইজেরিয়ায় জ্বালানি ট্যাংকারে বিস্ফোরণে নিহত ৭৭

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ : ১৯ জানুয়ারি ২০২৫, ১০: ০৩
ছবি: সংগৃহীত

নাইজেরিয়ায় একটি জ্বালানি ট্যাংকারে ভয়াবহ বিস্ফোরণে ৭৭ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ২৫ জন। আহতদের কাছের একটি হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। রোববার ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এক প্রতিবেদনে এই তথ্য জানায়।

বিজ্ঞাপন

প্রতিবেদনে বলা হয়েছে, শনিবার উত্তর-মধ্য নাইজার প্রদেশের সুলেজা এলাকায় জ্বালানিবাহী ট্যাংকারটি উল্টে যায়। জ্বালানি রাস্তার আশপাশে ছড়িয়ে পড়ে। মূলত লোকেরা জ্বালানি সংগ্রহ শুরু করার কিছুক্ষণের মধ্যেই ট্যাংকারটি বিস্ফোরিত হয়। এতে ৭৭ জন নিহত এবং উদ্ধারকারীসহ আরও ২৫ জন আহত হয় বলে কর্মকর্তারা জানিয়েছেন।

পশ্চিম আফ্রিকার এই দেশটিতে জ্বালানি ট্যাংকার বিস্ফোরণ এবং সড়ক দুর্ঘটনা বেশ সাধারণ ঘটনা। রাস্তা খারাপের কারণে প্রায়ই এই ধরনের দুর্ঘটনা ঘটে। আহতদের কাছের একটি হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে বলে জানিয়েছে জরুরি ব্যবস্থাপনা সংস্থা।

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিষয়:

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত