ইসরাইলের দুই মন্ত্রীকে নেদারল্যান্ডের নিষেধাজ্ঞা

আমার দেশ অনলাইন
প্রকাশ : ২৯ জুলাই ২০২৫, ১৪: ৩৫
আপডেট : ২৯ জুলাই ২০২৫, ১৫: ২১
ছবি: মিডল ইস্ট আই

ফিলিস্তিনিদের বিরুদ্ধে সহিংসতায় উস্কানি এবং জাতিগত নির্মূলে সমর্থন দেওয়ার অভিযোগে ইসরাইলের কট্টর ডানপন্থী দুই মন্ত্রীকে নিষিদ্ধ ঘোষণা করেছে নেদারল্যান্ড। সোমবার রাতে এ ঘোষণা দেন নেদারল্যান্ডের পররাষ্ট্রমন্ত্রী ক্যাসপার ভেল্ডক্যাম্প। খবর মিডল ইস্ট আইয়ের।

তিনি জানান, ‘ইসরাইলের জাতীয় নিরাপত্তামন্ত্রী ইতামার বেন গভির এবং অর্থমন্ত্রী বেজালেল স্মোট্রিচ এখন থেকে নেদারল্যান্ডে প্রবেশ করতে পারবেন না।’

বিজ্ঞাপন

নেদারল্যান্ড আনুষ্ঠানিকভাবে এই দু’জনকে অবাঞ্ছিত ব্যক্তি হিসেবে ঘোষণা করেছে। সেইসঙ্গে অবাঞ্ছিত ব্যক্তিদের তালিকায় তাদের নাম অন্তর্ভুক্ত করা হবে বলেও জানান তিনি।

পার্লামেন্টে এই পদক্ষেপের পক্ষে ভেল্ডক্যাম্প বলেন, এই দু’জন ফিলিস্তিনি জনগণের বিরুদ্ধে বারবার সহিংসতা উস্কে দিয়েছেন, অবৈধ বসতি সম্প্রসারণের পক্ষে জোরালোভাবে সমর্থন করেছেন এবং গাজা উপত্যকায় জাতিগত নির্মূলের আহ্বান জানিয়েছেন।’

তার মতে, ইসরাইলের কট্টর ডানপন্থী এই দু্ই মন্ত্রীর ফিলিস্তিন বিষয়ক পদক্ষেপ এবং বিবৃতি যুক্তিসঙ্গত নয়।

তিনি আরো বলেন, ‘মন্ত্রিসভা এই পদক্ষেপ নিয়েছে কারণ তাদের আচরণ আন্তর্জাতিক আইনের মৌলিক নীতি লঙ্ঘন করে।’

এর প্রতিক্রিয়ায় ইসরাইলের জাতীয় নিরাপত্তা মন্ত্রী বেন গভির সামাজিক মাধ্যম এক্সে বলেন, ‘যদি আমাকে পুরো ইউরোপ থেকেও নিষিদ্ধ করা হয়, আমি আমার দেশের জন্য কাজ করে যাব এবং আমরা হামাসকে উৎখাত করবো।’

সপ্তম দেশ হিসেবে বেন গভির এবং স্মোট্রিচের ওপর নিষেধাজ্ঞা দিলো নেদারল্যান্ড। এরআগে যুক্তরাজ্য, কানাডা, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, নরওয়ে এবং স্লোভেনিয়া এদের নিষিদ্ধ ঘোষণা করে।

আরএ

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত