আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

ফ্রান্সে রাষ্ট্রপতির বাসভবন থেকে মূল্যবান রূপার সামগ্রী চুরি

আমার দেশ অনলাইন

ফ্রান্সে রাষ্ট্রপতির বাসভবন থেকে মূল্যবান রূপার সামগ্রী চুরি
ছবি: সংগৃহীত।

ফ্রান্সের রাজধানী প্যারিসে রাষ্ট্রপতির সরকারি বাসভবন এলিসি প্রাসাদ থেকে মূল্যবান রূপার সামগ্রী চুরির ঘটনায় আগামী বছর তিনজনের বিচার শুরু হবে। প্যারিসের প্রসিকিউটরের অফিস জানিয়েছে, রূপার পাত্র ও টেবিল পরিষেবার জিনিসপত্র চুরির অভিযোগে প্রাসাদে নিযুক্ত এক রূপালী সামগ্রী কেয়ারটেকারকে গ্রেপ্তার করা হয়েছে।

প্রসিকিউটরদের তথ্য অনুযায়ী, এলিসি প্যালেসের প্রধান তত্ত্বাবধায়ক রূপার সামগ্রী নিখোঁজের বিষয়টি জানান। প্রাথমিকভাবে ক্ষতির পরিমাণ ১৫ হাজার থেকে ৪০ হাজার ইউরোর মধ্যে বলে ধারণা করা হচ্ছে। তদন্তে দেখা যায়, ফ্রান্সের ঐতিহ্যবাহী সেভ্রেস ম্যানুফ্যাকচারি—যেখান থেকে প্রাসাদের বেশিরভাগ আসবাব ও টেবিলওয়্যার সরবরাহ করা হয়—অনলাইন নিলাম সাইটে কয়েকটি হারিয়ে যাওয়া সামগ্রী শনাক্ত করেছে।

বিজ্ঞাপন

এলিসি কর্মীদের জিজ্ঞাসাবাদ ও ইনভেন্টরি রেকর্ড পর্যালোচনায় তদন্তকারীদের সন্দেহ যায় ওই রূপালী তত্ত্বাবধায়কের দিকে। পরে জানা যায়, তিনি এমন এক ব্যক্তির সঙ্গে সম্পর্কে ছিলেন, যিনি অনলাইনে টেবিলওয়্যার বিক্রির ব্যবসা করেন। তার ভিন্টেড অ্যাকাউন্টে সাধারণ মানুষের জন্য অপ্রাপ্য ‘ফরাসি বিমান বাহিনী’ ও “সেভ্রেস ম্যানুফ্যাকচারি” চিহ্নিত একটি প্লেটও পাওয়া যায়।

তল্লাশিতে তার ব্যক্তিগত লকার, গাড়ি ও বাসা থেকে প্রায় ১০০টি সামগ্রী উদ্ধার করা হয়। এর মধ্যে ছিল তামার পাত্র, সেভ্রেসের চীনামাটির বাসন, রেনে লালিকের একটি ভাস্কর্য এবং ব্যাকারেট শ্যাম্পেন কুপ। উদ্ধার করা সব সামগ্রী এলিসি প্রাসাদে ফেরত পাঠানো হয়েছে।

তিন সন্দেহভাজনের বিরুদ্ধে জাতীয় ঐতিহ্যের অংশ হিসেবে তালিকাভুক্ত অস্থাবর সম্পত্তি যৌথভাবে চুরির অভিযোগ আনা হয়েছে। এই অপরাধে সর্বোচ্চ ১০ বছর কারাদণ্ড ও ১ লাখ ৫০ হাজার ইউরো জরিমানার বিধান রয়েছে। বিচার আগামী ২৬ ফেব্রুয়ারি পর্যন্ত স্থগিত রাখা হয়েছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর

খুঁজুন