আন্তর্জাতিক ডেস্ক
ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু সম্প্রতি ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর বিরুদ্ধে ইহুদি-বিদ্বেষ উসকে দেওয়ার অভিযোগ তুলেছিলেন। তা জোরালোভাবে প্রত্যাখ্যান করেছে ফ্রান্স।
মঙ্গলবার তুরস্কভিত্তিক গণমাধ্যম ডেইলি সাবাহর এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
এর আগে নেতানিয়াহু ম্যাক্রোঁর উদ্দেশে বলেন, তিনি ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার পরিকল্পনা ঘোষণা করে ইহুদি-বিদ্বেষ উসকে দিচ্ছেন। এবং এটি হামাসকে পুরস্কৃত করার শামিল। তিনি এই সিদ্ধান্তকে কূটনৈতিক নয়, বরং তুষ্টিকরণ বলে অভিহিত করেন।
এমন মন্তব্যের জবাবে ফ্রান্সের প্রেসিডেন্ট কার্যালয় এলিসি প্রাসাদ জানায়, ইহুদি-বিদ্বেষের মতো একটি সংবেদনশীল বিষয়কে রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার অগ্রহণযোগ্য।
প্রেসিডেন্ট ম্যাক্রোঁর দফতর থেকে আরো বলা হয়, “ফ্রান্স তার ইহুদি নাগরিকদের সবসময় রক্ষা করেছে এবং করবে, এ বিষয়ে আমাদের কাউকে কিছু শেখার প্রয়োজন নেই।”
ফরাসি মন্ত্রী বেঞ্জামিন হাদ্দাদও এক টিভি সাক্ষাৎকারে বলেন, “ইউরোপীয় সমাজে ইহুদি-বিদ্বেষ একটি গুরুতর সমস্যা, কিন্তু সেটিকে রাজনৈতিকভাবে কাজে লাগানো যাবে না।”
ম্যাক্রোঁ ইতোমধ্যে ঘোষণা করেছেন যে, আগামী সেপ্টেম্বর মাসে জাতিসংঘে ফ্রান্স আনুষ্ঠানিকভাবে ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেবে। বিশ্বের অন্তত ১৪৫টি দেশ ইতোমধ্যেই ফিলিস্তিনকে স্বীকৃতি দিয়েছে বা দিতে যাচ্ছে। ইসরাইল এই উদ্যোগের বিরোধিতা করছে এবং একইসাথে অস্ট্রেলিয়ার বিরুদ্ধেও নেতানিয়াহু কটূক্তি করেছেন, যেখানে তিনি দেশটির প্রধানমন্ত্রীকে ‘ইসরাইলের সঙ্গে বিশ্বাসঘাতকতা করা’ এবং ‘অস্ট্রেলীয় ইহুদিদের পরিত্যাগকারী দুর্বল রাজনীতিবিদ’ বলে অভিহিত করেন।
এই মন্তব্য আসে এমন এক প্রেক্ষাপটে, যখন অস্ট্রেলিয়া সিমচা রথমান নামক এক কট্টর ডানপন্থি ইসরাইলি রাজনীতিকের ভিসা বাতিল করে। পালটা প্রতিক্রিয়ায় ইসরাইলও অস্ট্রেলীয় কূটনীতিকদের ভিসা বাতিল করেছে। অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রী পেনি ওং এই প্রতিক্রিয়াকে "অযৌক্তিক" বলে অভিহিত করেছেন এবং বলেন, নেতানিয়াহুর সরকার ইসরাইলকে আরও বিচ্ছিন্ন করে তুলছে এবং শান্তিপূর্ণ দ্বি-রাষ্ট্র সমাধানের প্রচেষ্টাকে দুর্বল করছে।
ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু সম্প্রতি ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর বিরুদ্ধে ইহুদি-বিদ্বেষ উসকে দেওয়ার অভিযোগ তুলেছিলেন। তা জোরালোভাবে প্রত্যাখ্যান করেছে ফ্রান্স।
মঙ্গলবার তুরস্কভিত্তিক গণমাধ্যম ডেইলি সাবাহর এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
এর আগে নেতানিয়াহু ম্যাক্রোঁর উদ্দেশে বলেন, তিনি ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার পরিকল্পনা ঘোষণা করে ইহুদি-বিদ্বেষ উসকে দিচ্ছেন। এবং এটি হামাসকে পুরস্কৃত করার শামিল। তিনি এই সিদ্ধান্তকে কূটনৈতিক নয়, বরং তুষ্টিকরণ বলে অভিহিত করেন।
এমন মন্তব্যের জবাবে ফ্রান্সের প্রেসিডেন্ট কার্যালয় এলিসি প্রাসাদ জানায়, ইহুদি-বিদ্বেষের মতো একটি সংবেদনশীল বিষয়কে রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার অগ্রহণযোগ্য।
প্রেসিডেন্ট ম্যাক্রোঁর দফতর থেকে আরো বলা হয়, “ফ্রান্স তার ইহুদি নাগরিকদের সবসময় রক্ষা করেছে এবং করবে, এ বিষয়ে আমাদের কাউকে কিছু শেখার প্রয়োজন নেই।”
ফরাসি মন্ত্রী বেঞ্জামিন হাদ্দাদও এক টিভি সাক্ষাৎকারে বলেন, “ইউরোপীয় সমাজে ইহুদি-বিদ্বেষ একটি গুরুতর সমস্যা, কিন্তু সেটিকে রাজনৈতিকভাবে কাজে লাগানো যাবে না।”
ম্যাক্রোঁ ইতোমধ্যে ঘোষণা করেছেন যে, আগামী সেপ্টেম্বর মাসে জাতিসংঘে ফ্রান্স আনুষ্ঠানিকভাবে ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেবে। বিশ্বের অন্তত ১৪৫টি দেশ ইতোমধ্যেই ফিলিস্তিনকে স্বীকৃতি দিয়েছে বা দিতে যাচ্ছে। ইসরাইল এই উদ্যোগের বিরোধিতা করছে এবং একইসাথে অস্ট্রেলিয়ার বিরুদ্ধেও নেতানিয়াহু কটূক্তি করেছেন, যেখানে তিনি দেশটির প্রধানমন্ত্রীকে ‘ইসরাইলের সঙ্গে বিশ্বাসঘাতকতা করা’ এবং ‘অস্ট্রেলীয় ইহুদিদের পরিত্যাগকারী দুর্বল রাজনীতিবিদ’ বলে অভিহিত করেন।
এই মন্তব্য আসে এমন এক প্রেক্ষাপটে, যখন অস্ট্রেলিয়া সিমচা রথমান নামক এক কট্টর ডানপন্থি ইসরাইলি রাজনীতিকের ভিসা বাতিল করে। পালটা প্রতিক্রিয়ায় ইসরাইলও অস্ট্রেলীয় কূটনীতিকদের ভিসা বাতিল করেছে। অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রী পেনি ওং এই প্রতিক্রিয়াকে "অযৌক্তিক" বলে অভিহিত করেছেন এবং বলেন, নেতানিয়াহুর সরকার ইসরাইলকে আরও বিচ্ছিন্ন করে তুলছে এবং শান্তিপূর্ণ দ্বি-রাষ্ট্র সমাধানের প্রচেষ্টাকে দুর্বল করছে।
উগান্ডা পুলিশ জানিয়েছে, সোমবার স্থানীয় সময় রাত সোয়া ১২টার দিকে কাম্পালা-গুলু হাইওয়েতে বিপরীত দিকে আসা দুটি বাস মুখোমুখি হয়ে যায়। দুর্ঘটনা এড়াতে গেলে একটি বাস উল্টে যায়। আর এ সময় দুর্ঘটনা থেকে বাঁচতে অন্যান্য যানবাহনগুলোও উল্টে গেলে ব্যাপক হতাহতের ঘটনা ঘটে।
১৪ মিনিট আগেআফগানিস্তান-যুক্তরাষ্ট্রের রক্তক্ষয়ী যুদ্ধের অবসান ঘটে ২০২১ সালে। দুই দশক ধরে চলা, এই যুদ্ধের কারণে বৈরী সম্পর্ক রয়েছে দেশ দুটির মধ্যে, তবে এমন সম্পর্ক থেকে উত্তরণ চায় ইসলামিক আমিরাত আফগানিস্তান। যুক্তরাষ্ট্রের সাথে অর্থনৈতিক ও রাজনৈতিক উন্নয়নই এখন তাদের লক্ষ্য।
২ ঘণ্টা আগেভারতের উত্তর প্রদেশের একটি শিল্পনগরী এলাকা কানপুর। গত ৪ সেপ্টেম্বর কানপুরের মুসলিম অধ্যুষিত এলাকা সৈয়দ নগরে ঈদে মিলাদুন্নবি উদ্যাপন উপলক্ষে সন্ধ্যায় একটি সাইনবোর্ড টাঙানো হয়।
৩ ঘণ্টা আগেসম্প্রতি বায়ু দূষণ কমানোর জন্য রাজধানীতে পেট্রোলচালিত মোটরবাইকের উপর নিষেধাজ্ঞা জারি করে ভিয়েতনাম প্রশাসন। যা ২০২৬ সালের মাঝামাঝি থেকে কার্যকর হওয়ার কথা। তবে, পরিকল্পিত এই নিষেধাজ্ঞার ফলে ৪.৬ বিলিয়ন ডলারের বাজার হারাবে বলে আশঙ্কা করছে জাপান সরকার এবং দেশের কিছু শীর্ষস্থানীয় নির্মাতা।
৩ ঘণ্টা আগে