যে প্রেক্ষাপটে ইসলাম গ্রহণ করেছিলেন ব্রিটিশ পপ তারকা

আমার দেশ অনলাইন
প্রকাশ : ১৪ সেপ্টেম্বর ২০২৫, ১৬: ৫৫
ছবি: দ্য ইন্ডিপেন্ডেন্ট

ইউসুফ ইসলাম একাধারে গায়ক, গীতিকার, বাদ্যযন্ত্রশিল্পী, সমাজসেবক ও শিক্ষানুরাগী। ব্রিটিশ এই গায়ক ক্যাট স্টিভেন্স নামে বেশি পরিচিত। মৃত্যুর কাছাকাছি চলে গিয়ে কীভাবে বেঁচে গিয়েছিলেন এবং কেনো তিনি ইসলাম ধর্ম গ্রহন করেন, সেই গল্প বলেছেন তার আত্মজীবনীতে। আগামী মাসে (অক্টোবর) তার আত্মজীবনী, ‘ক্যাট অন দ্য রোড টু ফাইন্ডআউট’ প্রকাশ করতে যাচ্ছেন তিনি।

ইউসুফ জন্মগ্রহণ করেন ১৯৪৮ সালের ২১ জুলাই লন্ডনে। তখন তার নাম ছিল ছিল স্টিভেন দিমিত্রী জর্জিও।

বিজ্ঞাপন

আত্মজীবনী প্রকাশের আগে দ্য সানের সঙ্গে কথা বলতে গিয়ে, ৭৭ বছর বয়সী গায়ক জানিয়েছেন, কীভাবে মৃত্যুর মুখ থেকে ফিরে এসেছিলেন তিনি।

প্রথমবার মৃত্যুর কাছাকাছি গিয়ে সৌভাগ্যক্রমে বেঁচে যান ১৯৬০ এর দশকের গোড়ার দিকে। তখন তিনি কিশোর। শ্যাফটসবারি অ্যাভিনিউয়ের একটি বাসার ছাদ তার এক বন্ধুর সাথে ছিলেন। সেসময় ছাদ থেকে প্রায় পড়ে গিয়েছিলেন তিনি।

ইউসুফ ইসলাম বলেন, ‘সেই মুহূর্তে আমি প্রথম মৃত্যুর মুখোমুখি হয়েছিলাম।’ তার বন্ধু তাকে উপরে তুলেছিল এবং তার জীবন রক্ষা করেছিল।

তিনি আরো বলেন, ‘আমি তখন থেকেই নিজেকে জীবন, মৃত্যু ও সৃষ্টির উদ্দেশ্য নিয়ে ভাবতে শুরু করি। মৃত্যুর কথা না ভেবে কেউ থাকতে পারে না। দুর্ঘটনা হোক, অসুস্থতা হোক, অথবা ঘুমের মধ্যে মারা যাওয়া হোক, সবকিছুই এক জিনিস। মৃত্যু মানেই পৃথিবী ছেড়ে চলে যাওয়া।’

এই গায়ক বলেন, তিনি দ্বিতীয়বার মৃত্যুর মুখোমুখি হন ১৯৬৯ সালে, যখন তিনি যক্ষ্মা রোগে আক্রান্ত হন। তারপর ১৯৭৬ সালে, ক্যালিফোর্নিয়ার মালিবু উপকূলে সাঁতার কাটার সময় তিনি প্রায় ডুবে গিয়েছিলেন।

তখন তিনি মনে মনে বলেছিলেন, ‘হে ঈশ্বর, যদি তুমি আমাকে রক্ষা করো, আমি তোমার জন্য কাজ করব।’

তখন অপ্রত্যাশিতভাবে একটি ঢেউ তাকে তীরে ফিরিয়ে নিয়ে আসে, তখন ইউসুফ ইসলাম একে একটি ইঙ্গিত হিসেবে গ্রহন করেন। এ ঘটনা ক্যাট স্টিভেন্সের মনে আমূল পরিবর্তন নিয়ে আসে। সত্য অনুসন্ধানে ঝুঁকে পড়েন তিনি।

বিভিন্ন ধর্ম, রাশিফল, অ্যাস্ট্রলজি, নিউমারলজি ইত্যাদির তুলনামূলক পার্থক্য বোঝার চেষ্টা করেন। ইসলামকে জানার আগ্রহ তৈরি হয়। মরক্কো ঘুরতে যেয়ে জীবনে প্রথমবার আজানের ধ্বনি শুনতে পান। ঐশ্বরিক বার্তাগুলোর অর্থ বুঝে অভিভূত হয়ে পড়েন।

এরই ধারাবাহিকতায় ১৯৭৭ সালের ২৩ ডিসেম্বর খ্রিস্টান ধর্ম ত্যাগ করে ইসলাম ধর্ম গ্রহণ করেন ক্যাট স্টিভেন্স। তার নতুন নাম হয় ইউসুফ ইসলাম। সঙ্গীত জীবন থেকে ২৫ বছরের বিরতি নেন।

তিনি বলেন, ‘আমি আসলে এমনই ছিলাম। আমি আমার গানে যা কিছু লিখছিলাম তা এই একটি নতুন বার্তায় রূপান্তরিত হচ্ছিল। এটি সবকিছুকে ছাড়িয়ে গেল।’

২৫ বছর পর তিনি আবার সঙ্গীত পরিবেশন এবং রেকর্ডিং শুরু করেন, প্রাথমিকভাবে ইউসুফ ইসলাম নামে। সেসময় তিনি বেশিরভাগ ধর্মীয় গান পরিবেশন করতেন।

২০১৭ সালে তিনি ইউসুফ/ক্যাট স্টিভেন্স নামে পরিবেশনা শুরু করেন।

সূত্র: দ্য ইন্ডিপেন্ডেন্ট

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত