আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

ইসরাইলের বিমান হামলায় প্রাণে রক্ষা পেলেন ডাব্লিউএইচও প্রধান

আন্তর্জাতিক ডেস্ক
ইসরাইলের বিমান হামলায় প্রাণে রক্ষা পেলেন ডাব্লিউএইচও প্রধান
তেদরস আধানম গেব্রেয়াসুস। ছবি: সংগৃহীত

ইয়েমেনের হুথি গোষ্ঠীকে লক্ষ করে নতুন করে বিমান হামলা চালিয়েছে ইসরাইল। এসময় অল্পের জন্য রক্ষা পেয়েছেন ওয়ার্ল্ড হেলথ অরগানাইজেশনের (ডাব্লিউএইচও) মহাপরিচালক তেদরস আধানম গেব্রেয়াসুস। দেশটির রাজধানী সানায় আন্তর্জাতিক বিমানবন্দরে এ হামলা চালায় ইসরাইল।

হামলার পর সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ দেওয়া এক পোস্টে ডাব্লিউএইচও প্রধান লিখেছেন, বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) তিনি ও তার সহকর্মীরা একটি ফ্লাইটে উঠতে বিমানবন্দরে যান। ঠিক সেসময়ই এ হামলা চালানো হয়। এতে অন্তত দুজন নিহত হয়েছেন। এছাড়া তাকে বহনকারী বিমানের এক ক্রু আহত হয়েছেন। তবে বিমানবন্দরে অবস্থান করা জাতিসংঘের অন্য সদস্যরা নিরাপদে আছেন। হামলার কারণে তাদের যাত্রায় বিলম্ব ঘটেছে।’

বিজ্ঞাপন

জাতিসংঘের বন্দি কর্মকর্তাদের মুক্তি এবং যুদ্ধবিধ্বস্ত দেশটির স্বাস্থ্য ও মানসিক পরিস্থিতি মূল্যায়নের জন্য ইয়েমেন সফর করেন তিনি। এ হামলায় বিমানবন্দরের নিয়ন্ত্রণ টাওয়ার, রানওয়ে ও ডিপারচার লাউঞ্জ ক্ষতিগ্রস্ত হয়।

এ ঘটনায় ইসরায়েলের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করা হয়নি।

তবে ইসরাইলি সেনাবাহিনী জানিয়েছে, তারা রাজধানী সানার আন্তর্জাতিক বিমানবন্দরে ইয়েমেনের হুথিদের ব্যবহৃত অবকাঠামো, বিদ্যুৎকেন্দ্র ও বন্দরগুলোয় হামলা চালিয়েছে। এসব স্থাপনা ইরান থেকে অস্ত্র আনা এবং ঊর্ধ্বতন ইরানি কর্মকর্তাদের প্রবেশের জন্য ব্যবহৃত হচ্ছে বলে অভিযোগ করেছে তারা।

হুথিরা গাজার পক্ষ নিয়ে বারবার ইসরাইলের ওপর ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
খুঁজুন