পাকিস্তানের সেনাবাহিনী পিটিআই প্রতিষ্ঠাতা ইমরান খানকে জাতীয় নিরাপত্তার জন্য হুমকি হিসেবে উল্লেখ করেছে। সেনাবাহিনীর এমন বক্তব্যকে প্রত্যাখ্যান করে একে হাস্যকর বলেছে পাকিস্তান তেহরিক-ই ইনসাফ (পিটিআই)। পিটিআইয়ের দাবি, ইমরান খান জাতীয় নিরাপত্তার জন্য হুমকি নন। খবর দ্য ডনের।
শনিবার রাজধানী ইসলামাবাদের খাইবার পাখতুনখোয়া হাউসে এক সংবাদ সম্মেলনের আয়োজন করেছিল পিটিআই। সংবাদ সম্মেলনে সেক্রেটারি জেনারেল সালমান আকরাম রাজা বলেন, ‘আমাদের বলা হচ্ছে যে দেশের সবচেয়ে জনপ্রিয় নেতা যিনি, তিনি না কি জাতীয় নিরাপত্তার জন্য হুমকি। এটা খুবই হাস্যকর কথা, তবে ইনস্টিটিউশন (সেনাবাহিনী) যে প্রথমবার এমন করল, তা নয়।’
তিনি বলেন, ‘অতীতেও বার বার ইনস্টিটিশন জনপ্রিয় রাজনৈতিক নেতাদের ‘জাতীয় নিরাপত্তার জন্য হুমকি’ আখ্যা দিয়েছে। কারণ ইনস্টিটিউশন বিশ্বাস করে যে কোনো নেতাকে ‘নিরাপত্তার জন্য হুমকি’ ঘোষণা করা হলেই তাকে দৃশ্যপট থেকে মুছে ফেলা সহজ। কিন্তু এই কৌশল ব্যর্থ। ৯০-এর দশকে বেনজির ভুট্টোর ওপর এই কৌশল প্রয়োগ করেছিল সেনাবাহিনী এবং তখন তা ব্যর্থ হয়েছিল। এবার পিটিআইয়ের চেয়ারম্যানের বিরুদ্ধেও একই পদ্ধতি অনুসরণ করা হচ্ছে; এবারও তা ব্যর্থ হবে। দৃশ্যপট থেকে সরিয়ে নেয়া সহজ, কিন্তু জনগণের হৃদয় থেকে কাউকে অপসারণ করা সহজ নয়।’
তিনি আরো বলেন, ‘পাকিস্তানিরা সচেতন জাতি এবং তারা যৌক্তিক কারণেই ইমরান খানের পাশে আছে। আমরা পাগল নই, আমরা জানি এই দেশ আসলে কে নিয়ন্ত্রণ করে।’
পাঞ্জাবের যে কারাগারে ইমরান খান বন্দি আছেন, সম্প্রতি সেখানে দর্শনার্থীদের সঙ্গে ইমরানের সাক্ষাৎ সম্পূর্ণ নিষিদ্ধ করেছে পাকিস্তানের সরকার।


ইসরাইলপ্রীতি বন্ধে ইইউ পররাষ্ট্রনীতি প্রধানকে আহ্বান এমপিদের
পাকিস্তানের সিন্ধু প্রদেশ কেন ভারতের অংশ হলো না