পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) প্রতিষ্ঠাতা কারাবন্দি ইমরান খানের শারীরিক অবস্থা সম্পর্কে কর্তৃপক্ষ এখনো কোনো তথ্য দেয়নি। খাইবার পাখতুনখোয়ার মুখ্যমন্ত্রী সোহেল আফ্রিদি আদিয়ালা রোডে ১৬ ঘন্টা ধরে চলা অবস্থান কর্মসূচি তুলে নিয়ে এ অভিযোগ করেন। খবর জিও নিউজের।
শুক্রবার গোর্খপুর চেকপয়েন্টে সাংবাদিকদের আফ্রিদি বলেন, কর্মীরা পুরো রাত বিক্ষোভস্থলে কাটিয়েছেন। তিনি বলেন, ‘যদি আমাদের পুরো জীবন এখানে পিটিআই প্রতিষ্ঠাতার জন্য ব্যয় করতে হয়, আমরা তা করব।’
তার অভিযোগ, ইমরান খানের শারীরিক অবস্থা সম্পর্ক এখনো কিছু জানানো হয়নি।
মুখ্যমন্ত্রী আফ্রিদি জানান, তিনি পিটিআই প্রতিষ্ঠাতার সঙ্গে দেখা করার জন্য ‘সকল সাংবিধানিক এবং আইনি পথ’ ব্যবহার করেছেন, কিন্তু কোনো লাভ হয়নি।
তিনি বলেন, ‘আমি প্রতিটি সাংবিধানিক এবং আইনি পথ ব্যবহার করেছি। আমার নেতার সঙ্গে দেখা করার জন্য আমার আর কোন পথ বাকি আছে?’ মুখ্যমন্ত্রী বলেন, আদালতের আদেশ সত্ত্বেও, তাকে বা দলের অন্য নেতাদের কাউকেই ইমরান খানের সঙ্গে সাথে দেখা করতে দেয়া হয়নি।
অবস্থান কর্মসূচি শেষ হওয়ার পর, মুখ্যমন্ত্রী ইসলামাবাদে রওনা হন। সেখানে তিনি পিটিআই প্রতিষ্ঠাতার সঙ্গে দেখা করার অনুমতি চেয়ে হাইকোর্টে একটি আবেদন করবেন বলে আশা করা হচ্ছে। আবেদন জমা দেয়ার পর, তিনি আদিয়ালা রোডে ফিরে যাবেন।
মুখ্যমন্ত্রী বলেন, তিনি ইসলামাবাদ হাইকোর্টের প্রধান বিচারপতির সঙ্গে দেখা করে বিষয়টি তুলে ধরবেন। মুখ্যমন্ত্রী আফ্রিদি আরো বলেন, আদালত যদি তাদের আদেশ কার্যকর না করে, তবে তা দেশে ‘জঙ্গলের রাজত্ব’ প্রতিষ্ঠার শামিল হবে।
বৃহস্পতিবার ইমরানের সঙ্গে দলীয় নেতাদের সাক্ষাৎ করতে অস্বীকৃতি জানানোর পর দলটি রাওয়ালপিন্ডির আদিয়ালা জেল রোডের গোরখপুর চেকপয়েন্টে ১৬ ঘন্টা ধরে অবস্থান কর্মসূচি পালন করে।
এরআগে, ইমরান খানকে রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগার থেকে অন্য কোথাও সরিয়ে নেয়া হয়েছে বলে গুজব ছড়িয়ে পড়েছিল। তবে বুধবার গুজব উড়িয়ে দিয়ে কারা কর্তৃপক্ষ বলেছে, তিনি এখনো কারাগারেই আছেন, সুস্থও আছেন।
আরএ


হংকংয়ের অগ্নিকাণ্ডে মৃতের সংখ্যা বেড়ে ১২৮
শান্তির বিনিময়ে ইউক্রেন তার ভূখণ্ড ছাড়বে না: ইয়েরমাক