আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

এবার ভূমিকম্পে কাঁপলো সৌদি আরব

আমার দেশ অনলাইন

এবার ভূমিকম্পে কাঁপলো সৌদি আরব

সৌদি আরবের পূর্বাঞ্চলীয় প্রদেশে বুধবার ভোরে ৪.৩ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হেনেছে। দেশটির জাতীয় আবহাওয়া কেন্দ্র (এনসিএম) এ তথ্য নিশ্চিত করেছে। খবর গালফ নিউজের।

এনসিএম জানিয়েছে, সংযুক্ত আরব আমিরাতের সময় অনুযায়ী ভোর ২টা ১১ মিনিটে ভূমিকম্পটি সংঘটিত হয়। ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠের প্রায় ৫০ কিলোমিটার গভীরে।

বিজ্ঞাপন

তবে এনসিএম স্পষ্ট করেছে যে, এই ভূমিকম্পের কম্পন সংযুক্ত আরব আমিরাতে অনুভূত হয়নি এবং দেশটির ওপর এর কোনো ধরনের প্রভাব পড়েনি।

এদিকে সৌদি আরবের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এখন পর্যন্ত ভূমিকম্পে কোনো হতাহত বা বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর জানায়নি।

উল্লেখ্য, মধ্যপ্রাচ্যের কিছু অঞ্চলে মাঝে মাঝে হালকা থেকে মাঝারি মাত্রার ভূমিকম্প অনুভূত হলেও অধিকাংশ ক্ষেত্রেই তা বড় ধরনের ক্ষয়ক্ষতি ছাড়াই ঘটে থাকে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর

খুঁজুন