যুক্তরাজ্য সরকার ফিলিস্তিনপন্থী অনশনকারীদের জীবন হুমকিতে ফেলছে বলে মন্তব্য করেছেন সাবেক ব্রিটিশ লেবার নেতা জেরেমি করবিন।
কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
আমু গিবের সঙ্গে সংহতি প্রকাশে সময় তিনি এমন মন্তব্য করেছেন। আমু গিব আরএএফ ব্রিজ নর্টন বিমান ঘাঁটিতে প্যালেস্টাইন অ্যাকশনের ভাঙচুরে অংশগ্রহণের অভিযোগে অভিযুক্ত। গাজায় ইসরাইলের গণহত্যা এবং যুক্তরাজ্য সরকারের ভূমিকার প্রতিবাদে সর্বদা সরব ছিল প্যালেস্টাইন অ্যাকশন গ্রুপ। সম্প্রতি তাদের পরিচালিত পদক্ষেপের উপর সন্ত্রাসবিরোধী আইনের অধীনে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।
প্যালেস্টাইন অ্যাকশন গ্রুপের কার্যক্রমকে সমর্থন দেওয়ায়, অনেককেই গ্রেপ্তার করেছে যুক্তরাজ্য প্রশাসন। গিব সহ ছয়জন বর্তমানে বিচারের মুখোমুখি রয়েছেন। এছাড়া আরো আটজন অনশন চালিয়ে যাচ্ছেন। করবিন কারাগারে গিবকে দেখতে গিয়ে বলেছেন, অনশন ‘একটি জরুরি অবস্থা যা ব্রিটেনের প্রতিটি সংবাদপত্রের প্রথম আসা উচিত।’
তিনি অভিযোগ করেছেন, গিব গত কয়েক মাস ধরে কারাগারে আছেন, অথচ তার বিচারের তারিখ ২০২৭ সালের জানুয়ারি পর্যন্তও নির্ধারণ করা হয়নি। অর্থাৎ বিচার হওয়ার আগে তারা ১৮ মাস পর্যন্ত কারাগারে থাকবেন। করবিন এই পরিস্থিতিকে ‘নিষ্ঠুর এবং অস্বাভাবিক শাস্তি’ বলে অভিহিত করেছেন এবং সরকারের পদক্ষেপের তীব্র নিন্দা জানিয়েছেন।

