ইরানের উত্তরাঞ্চলীয় সেমনান প্রদেশে দুই নারীকে ধর্ষণের অভিযোগে দোষী সাব্যস্ত এক ব্যক্তির প্রকাশ্যে মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। মঙ্গলবার বাসতাম শহরে এ দণ্ড কার্যকর হয় বলে দেশটির বিচার বিভাগের সরকারি সংবাদমাধ্যম মিজান অনলাইন জানিয়েছে। এএফপি প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।
মিজানের প্রতিবেদনে বলা হয়, সুপ্রিম কোর্ট বিস্তারিত পর্যালোচনার পর পূর্বের রায় বহাল রাখায় প্রকাশ্যেই ফাঁসি দেওয়া হয়। প্রাদেশিক বিচার বিভাগের প্রধান মোহাম্মদ আকবরির বরাত দিয়ে জানানো হয়, দণ্ড ‘সুপ্রিম কোর্টের বিশদ পর্যালোচনার পর নিশ্চিত এবং বাস্তবায়িত’ হয়েছে।
প্রাদেশিক কর্তৃপক্ষ জানায়, দোষী ব্যক্তি প্রতারণার মাধ্যমে দুই নারীকে তার নিয়ন্ত্রণে এনে জোরপূর্বক ধর্ষণ করেন এবং পরে ভয়ভীতি ও হুমকি দিয়ে তাদের মানসম্মান ক্ষুণ্নের আশঙ্কা তৈরির চেষ্টা করেন। তার পরিচয় বা দণ্ড ঘোষণার তারিখ প্রকাশ করা হয়নি।
ইরানে সাধারণত কারাগারের ভেতরেই মৃত্যুদণ্ড কার্যকর করা হয়। তবে খুনের দায়ে দোষী সাব্যস্ত আরেক ব্যক্তির প্রকাশ্য ফাঁসির দুই সপ্তাহ পর আবারো এমন প্রকাশ্য দণ্ড কার্যকরের ঘটনা ঘটল।
মানবাধিকার সংগঠনগুলো—বিশেষ করে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল—দীর্ঘদিন ধরে জানিয়ে আসছে যে চীনের পর বিশ্বে সবচেয়ে বেশি মৃত্যুদণ্ড কার্যকর করা হয় ইরানে।
এসআর

