ইউক্রেনের রাজধানী কিয়েভে রাশিয়ার সাম্প্রতিক ভোরের হামলায় ছয়জন নিহত হয়েছেন বলে জানিয়েছেন মেয়র ভিটালি ক্লিচকো। স্থানীয় কর্তৃপক্ষ জানায়, হামলায় অন্তত দুটি আবাসিক ভবন মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।
এদিকে রাশিয়ার সীমান্তবর্তী ক্রাসনোদার ও রোস্তভ অঞ্চলে ইউক্রেনের রাতভর বিমান হামলায় প্রাণহানির খবর পাওয়া গেছে। রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দাবি, তারা রাতে ইউক্রেনের ছোড়া ২৪৯টি ড্রোন ধ্বংস করেছে।
রোস্তভ অঞ্চলের ভারপ্রাপ্ত গভর্নর ইউরি স্লিউসার টেলিগ্রামে জানান, রাতের হামলায় অঞ্চলের বন্দরনগরী তাগানরগে একজন নিহত হয়েছেন। রোস্তভ শহরের মেয়র স্বেতলানা কামবুলোভা বলেন, পরিস্থিতি মোকাবিলায় কর্তৃপক্ষ প্রস্তুত রয়েছে।
ক্রাসনোদার অঞ্চলের গভর্নর ভেনিয়ামিন কন্দ্রাতিয়েভ রাতের গোলাবর্ষণকে কিয়েভ প্রশাসনের অন্যতম বড় ও দীর্ঘস্থায়ী হামলা হিসেবে বর্ণনা করেছেন।
সূত্র: রয়টার্স

