দিল্লিতে ধসে পড়ল মুঘল সম্রাটের সমাধিস্থল, নিহত ৫

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ : ১৫ আগস্ট ২০২৫, ১৯: ৩১
আপডেট : ১৫ আগস্ট ২০২৫, ১৯: ৩৪
ছবি: সংগৃহীত

ভারতের রাজধানী দিল্লিতে মুঘল সম্রাট হুমায়ুনের সমাধি কমপ্লেক্সের গম্বুজের পাশের একটি স্থাপনা ধসে পড়েছে। এ ঘটনায় এখন পর্যন্ত পাঁচ জনের প্রাণহানির খবর পাওয়া গেছে। এছাড়া আরও অনেকে আটকা পড়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে। শুক্রবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে এনডিটিভি।

বিজ্ঞাপন

প্রতিবেদনে বলা হয়, এদিন বিকেলে দিল্লির নিজামউদ্দিন এলাকায় মুঘল সম্রাট হুমায়ুনের সমাধির একটি অংশ ধসে পড়ে। এ সময় ভেতরে আটকা পড়েন ১৫-২০ জন মানুষ। এ পর্যন্ত ৫ জনকে মৃত উদ্ধার করা হয়েছে।

পুলিশের বরাত দিয়ে সংবাদ সংস্থা পিটিআই জানিয়েছে, ধ্বংসস্তূপের নিচে অনেকে চাপা পড়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে। বিকেল সাড়ে ৪টার দিকে একটি গম্বুজের একাংশ ধসে পড়ে। ছুটির দিন হওয়ার সে সময় সমাধিক্ষেত্রের অন্দরে অনেক পর্যটক ছিলেন বলে পুলিশ জানিয়েছে। দমকল বিভাগের মোট পাঁচটি ইউনিট উদ্ধার অভিযান শুরু করেছে।

মুঘল সাম্রাজ্যের দ্বিতীয় সম্রাট ছিলেন হুমায়ুন। তিনি তার বাবা বাবরের মৃত্যুর পর সিংহাসনে আরোহণ করেন ১৫৩০ সালে। তার শাসনামলে শের শাহ সুরির কাছে পরাজিত হয়ে দীর্ঘ সময় ধরে নির্বাসনে ছিলেন তিনি। পরে আবার সাম্রাজ্য ফিরেও পান। কিন্তু এর মাত্র এক বছর পর তার মৃত্যু হয়।

হুমায়ুনের সমাধি দিল্লির অত্যন্ত গুরুত্বপূর্ণ ঐতিহাসিক স্থান। এটি মুঘল স্থাপত্যের একটি অসাধারণ উদাহরণ এবং ভারতের প্রথম বাগান-সমাধি হিসেবে পরিচিত। ১৫৬৫ সালে হুমায়ুনের প্রথম স্ত্রী বেগা বেগম এটির নির্মাণ কাজ শুরু করেন।

হুমায়ুনের সমাধির কাছে মুঘল রাজবংশের প্রায় ১৫০ জনেরও বেশি সদস্যের কবর রয়েছে, তাই একে ‘মুঘল রাজবংশের নেক্রোপলিস’; (সমাধিক্ষেত্র) বলা হয়। এর অসাধারণ ঐতিহাসিক ও স্থাপত্যিক গুরুত্বের কারণে ১৯৯৩ সালে এটিকে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের মর্যাদা দেয়া হয়।

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিষয়:

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত