আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

গাজার তিন এলাকায় দিনে ১০ ঘণ্টা হামলা বন্ধ রাখবে ইসরাইল

আমার দেশ অনলাইন

গাজার তিন এলাকায় দিনে ১০ ঘণ্টা হামলা বন্ধ রাখবে ইসরাইল
ছবি: আল জাজিরা

গাজার কিছু অংশে দিনে ১০ ঘণ্টা করে হামলা বন্ধ রাখার ঘোষণা দিয়েছে ইসরাইল। রোববার বিবিসি এক প্রতিবেদনে জানায়, গাজার তিনটি এলাকায় সামরিক কার্যক্রমে ‘কৌশলগত বিরতি’ নেওয়া হবে। ইসরাইলের প্রতিরক্ষা বাহিনী একথা জানিয়েছে।

ইসরাইলের প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) এক বিবৃতিতে জানিয়েছে, ‘মানবিক উদ্দেশ্যে গাজা উপত্যকায় স্থানীয় সময় আজ রোববার সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত সামরিক কার্যক্রমে স্থানীয় কৌশলগত বিরতি নেওয়া হবে।’

বিজ্ঞাপন

এতে বলা হয়, ‘যেসব এলাকায় আইডিএফ কাজ করছে না যেমন আল-মাওয়াসি, দেইর আল-বালাহ এবং গাজা সিটিতে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত প্রতিদিন সামরিক তৎপরতায় বিরতি থাকবে।’

বিবৃতি জানানো হয়, বিষয়টি নিয়ে আলোচনার পর জাতিসংঘ এবং আন্তর্জাতিক সংস্থাগুলোর সঙ্গে সমন্বয় করে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এছাড়াও, গাজা উপত্যকাজুড়ে খাদ্য ও ওষুধ সরবরাহ ও বিতরণের জন্য জাতিসংঘ এবং মানবিক সহায়তা সংস্থার কনভয়গুলোর নিরাপদ যাতায়াতের জন্য নির্ধারিত নিরাপদ রুটগুলো সকাল ছয়টা থেকে রাত নয়টাটা পর্যন্ত চালু থাকবে।

এই পদক্ষেপটি এমন এক সময়ে নেওয়া হয়েছে যখন ফিলিস্তিনিদের মানবিক পরিস্থিতি নিয়ে উদ্বেগ বাড়ছে।

জাতিসংঘের ফিলিস্তিনি শরণার্থী বিষয়ক সংস্থার প্রধান ফিলিপ লাজ্জারিনি এই অনাহার সংকটকে ‘মানবসৃষ্ট’ বলে বর্ণনা করেছেন।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় আরো জানায়, ইসরাইলি অবরোধের কারণে ক্ষুধায় আরো পাঁচজনের মৃত্যু হয়েছে। যুদ্ধ শুরুর পর থেকে অপুষ্টিজনিত কারণে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১২৭ জনে। যাদের মধ্যে ৮৫ জনই শিশু।

কয়েক সপ্তাহ ধরে জাতিসংঘ, বিশ্বের শতাধিক সংস্থা এবং সরকার গাজায় ইসরাইলের মানবসৃষ্ট দুর্ভিক্ষ সম্পর্কে সতর্ক করে আসছে। গাজা উপত্যকায় সাহায্য কেন্দ্রগুলো মৃত্যুফাঁদে পরিণত হয়েছে।

আরএ

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন