রাশিয়া সফরে যাচ্ছেন সিরিয়ার প্রেসিডেন্ট

আমার দেশ অনলাইন
প্রকাশ : ১৫ অক্টোবর ২০২৫, ১৪: ০৮
ছবি: রয়টার্স

আজ রাশিয়া সফরে যাচ্ছেন সিরিয়ার প্রেসিডেন্ট আহমেদ আল-শারা। সফরকালে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সাথে তার বৈঠক হওয়ার কথা রয়েছে। রাশিয়ায় এটিই হবে তার প্রথম সফর। খবর আল জাজিরার।

সিরিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা সানা আল-শারার রাশিয়া সফরের বিষয়টি নিশ্চিত করেছে। এই সফরের লক্ষ্য দ্বিপক্ষীয় সম্পর্ক পুনর্গঠন এবং রাজনৈতিক ও অর্থনৈতিক সহযোগিতা জোরদার করা।

বিজ্ঞাপন

এছাড়া রাশিয়ায় বসবাসকারী সিরীয়দের সঙ্গেও দেখা করবেন আল-শারা।

সিরিয়ার এক কর্মকর্তার বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, আল-শারা তারতুসে রাশিয়ার নৌ ঘাঁটি এবং খমেইমিমে বিমান ঘাঁটি নিয়ে আলোচনা করবেন। এছাড়া সিরিয়ার সাবেক প্রেসিডেন্ট বাশার আল-আসাদকে হস্তান্তরের জন্য আনুষ্ঠানিকভাবে অনুরোধ করার পরিকল্পনাও রয়েছে তার।

প্রায় ২৫ বছর ধরে সিরিয়া শাসনকারী বাশার আল-আসাদ পরিবারসহ ২০২৪ সালের শেষের দিকে অভ্যত্থানের সময় রাশিয়ায় পালিয়ে যান। যার ফলে বাথ পার্টির কয়েক দশকের শাসনকালের অবসান হয়। গত জানুয়ারিতে শারা'র নেতৃত্বে একটি নতুন অন্তর্বর্তীকালীন প্রশাসন গঠিত হয়।

আরএ

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত