গভীর রাতে কাবুলে বিস্ফোরণ

আমার দেশ অনলাইন
প্রকাশ : ১০ অক্টোবর ২০২৫, ০৫: ২২
আপডেট : ১০ অক্টোবর ২০২৫, ১৬: ৪৩

আফগানিস্তানের রাজধানী কাবুলে একাধিক বিস্ফোরণ ও গুলির ঘটনা ঘটেছে। শুক্রবার কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা এক প্রতিবেদনে জানায়, বিস্ফোরণের কারণ ও হতাহতের সংখ্যা এখনো জানা যায়নি।

তালেবান সরকারের মুখপাত্র জবিউল্লাহ মুজাহিদ এক বিবৃতিতে কাবুলে বিস্ফোরণের খবর নিশ্চিত করেছেন। তিনি বলেন, ঘটনাটির কারণ খতিয়ে দেখা হচ্ছে।

বিজ্ঞাপন

এক্সে পশতু ভাষায় জবিউল্লাহ মুজাহিদ লিখেছেন, কাবুল শহরে একটি বিস্ফোরণ শোনা গেছে। তবে উদ্বেগের কিছু নেই। সব কিছু ভালো আছে। ঘটনাটি তদন্তাধীন। এখনো কোনো আহতের খবর পাওয়া যায়নি। এখন পর্যন্ত কোনো ক্ষতির রিপোর্ট পাওয়া যায়নি।

এদিকে কাবুলে বিস্ফোরণের পর সামাজিক যোগাযোগমাধ্যমে গুঞ্জন ছড়িয়ে পড়ে যে পাকিস্তান এই হামলার পেছনে থাকতে পারে—যার লক্ষ্য ছিল নাকি টিটিপি নেতা নূর ওয়ালি মেহসুদসহ শীর্ষ কমান্ডারদের টার্গেট করা। তবে তালেবান এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক অভিযোগ তোলেনি।

পাকিস্তানি একজন নিরাপত্তা কর্মকর্তারা নাম প্রকাশ না করার শর্তে আল জাজিরাকে বলেন, আমরা কাবুলে বিস্ফোরণ সংক্রান্ত সংবাদ ও আফগান কর্মকর্তাদের বিবৃতি দেখেছি। তবে এই বিষয়ে আমাদের কাছে অতিরিক্ত কোনো তথ্য নেই।

পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ও এ বিষয়ে আল জাজিরার প্রশ্নের কোনো উত্তর দেয়নি।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত