আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

শীতে ইসরাইলের কারণে গাজায় তীব্র মানবিক সংকট

আমার দেশ অনলাইন

শীতে ইসরাইলের কারণে গাজায় তীব্র মানবিক সংকট

জাতিসংঘের পালেস্টিনি শরণার্থী সংস্থা (ইউএনআরডব্লিউএ) সোমবার জানিয়েছে, ইসরাইলের যুদ্ধ, ব্যাপক বাস্তুচ্যুতি এবং নাগরিক অবকাঠামোর ধ্বংসের কারণে গাজায় অন্তত ২,৩৫,০০০ মানুষকে “মানবসৃষ্ট” শীতের সংকটের মুখোমুখি হতে হয়েছে।

ইউএনআরডব্লিউএ’র কমিশনার-জেনারেল ফিলিপ লাজারিনি সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স-এ লিখেছেন, “মাসের পর মাস চলা যুদ্ধ ও বাস্তুচ্যুতি মানুষকে ধ্বংসপ্রাপ্ত স্থাপনার মধ্যে বা খোয়া-খুঁড়ো তাবুতে বসবাস করতে বাধ্য করেছে।”

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, “ডিসেম্বর ১০ তারিখে আঘাত হানা স্টর্ম ব্যরন যদিও একটি প্রাকৃতিক দুর্যোগ, এর ফলাফল সম্পূর্ণ মানবসৃষ্ট।”

তীব্র বৃষ্টি ও ঝড়ে ১৭টি ভবন ধসে গেছে এবং ৪২,০০০-এর বেশি তাবু বা অস্থায়ী আশ্রয় ক্ষতিগ্রস্ত হয়েছে। এই সময়ে অন্তত ২,৩৫,০০০ মানুষ প্রভাবিত হয়েছে, জাতিসংঘের শেল্টার ক্লাস্টারের তথ্য অনুযায়ী।

সাম্প্রতিক সপ্তাহে নতুন একটি নিম্নচাপের ঝড় গাজাকে আঘাত করেছে, দুইজনের মৃত্যু ঘটেছে এবং হাজার হাজার তাবু উড়ে গেছে। দুর্যোগের ফলে ক্ষতিগ্রস্তরা ঝুঁকিপূর্ণ, ক্ষয়প্রাপ্ত তাবু বা ভবনে বসবাস করতে বাধ্য হচ্ছে, যা অক্টোবর ২০২৩ থেকে ইসরাইলি হামলার কবলে রয়েছে।

ইসরাইলি সেনারা অক্টোবর ২০২৩ থেকে গাজায় ৭১,২০০-এর বেশি মানুষ নিহত করেছে, অধিকাংশই নারী ও শিশু, এবং আহত হয়েছে ১,৭১,২০০-এর বেশি মানুষ। এই হামলা গাজাকে ধ্বংসপ্রাপ্ত অবস্থায় ফেলে দিয়েছে।

উল্লেখ্য, অক্টোবর ১০ থেকে কার্যকর শিথিল যুদ্ধবিরতির পরও ইসরাইল গাজার প্রবেশপথ বন্ধ রাখছে এবং মোবাইল হোম ও পুনর্গঠন সামগ্রী প্রবেশে বাধা দিচ্ছে, ফলে প্রায় ২৪ লাখ মানুষ কষ্টে পড়েছে।

সূত্র: টিআরটি ওয়ার্ল্ড

এসআর

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন