শেষ পর্যন্ত ইসরাইলকে সাবমেরিন সরবরাহের অনুমোদন দিলো জার্মানি

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ : ১৩ আগস্ট ২০২৫, ২২: ৫৪
ছবি: সংগৃহীত

জার্মানি ইসরাইলের কাছে একটি উন্নতমানের সাবমেরিন সরবরাহের অনুমোদন দিয়েছে। যদিও আগে না দেয়ার ঘোষণা দিয়েছিল। বার্লিনভিত্তিক সংবাদপত্রের বরাতে এ খবর জানিয়েছে তুরস্কভিত্তিক গণমাধ্যম ইয়েনি শাফাক।

বিজ্ঞাপন

প্রতিবেদনে বলা হয়, ইসরাইলের জন্য ষষ্ঠ ডলফিন-ক্লাস সাবমেরিন আইএনএস ড্রাকন (INS Drakon) সরবরাহের অনুমোদন দিয়েছে জার্মানি। সাবমেরিনটি ইতোমধ্যেই বাল্টিক সাগরের রুগেন দ্বীপে সমুদ্র পরীক্ষায় দেখা গেছে।

সাবমেরিন ক্রয়ের মূল চুক্তি ২০১২ সালে স্বাক্ষরিত হয়। ২০২৩ সালের ডিসেম্বরে ফেডারেল সিকিউরিটি কাউন্সিল সরবরাহের জন্য সবুজ সংকেত দেয়। পরে জার্মান অর্থনীতি মন্ত্রণালয়ের অধীনে ফেডারেল অফিস ফর ইকোনমিক অ্যাফেয়ার্স অ্যান্ড এক্সপোর্ট কন্ট্রোল থেকে প্রয়োজনীয় রপ্তানি লাইসেন্স জারি করা হয়। সাবমেরিনটির মোট ক্রয়মূল্য প্রায় ৫০ কোটি ইউরো (প্রায় ৫৮৫.৮ মিলিয়ন ডলার), যার মধ্যে জার্মান সরকারের অবদান ছিল ১৩.৫ কোটি ইউরো।

সাবমেরিন চুক্তি ইতোমধ্যেই ইসরাইলি বিচার বিভাগীয় তদন্তের কেন্দ্রবিন্দুতে রয়েছে। একটি তদন্ত কমিশন জার্মান অস্ত্র প্রস্তুতকারক থাইসেনক্রুপ মেরিন সিস্টেমসের সঙ্গে চুক্তিগুলি খতিয়ে দেখছে। এই ঘটনার পর ইসরাইলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুও পুলিশের সামনে সাক্ষ্য দিয়েছেন। জার্মান পাবলিক ব্রডকাস্টার নর্ডডয়েচার রুন্ডফাঙ্ক সম্প্রতি বিস্তৃত তদন্ত প্রকাশ করেছে, যেখানে টিকেএমএসের চুক্তি এবং নেতানিয়াহুর সঙ্গে তাৎক্ষণিক স্বার্থের দ্বন্দ্ব তুলে ধরা হয়েছে।

তবে গুরুত্বপূর্ণ বিষয় হলো, ৮ আগস্ট জার্মানি ঘোষণা করেছিল যে, গাজায় ব্যবহৃত হতে পারে এমন কোনো সামরিক সরঞ্জাম ইসরাইলে রপ্তানি করা হবে না। তবুও সাবমেরিন সরবরাহ অনুমোদন জার্মানির ঐতিহাসিক মিত্রতা এবং সাম্প্রতিক নীতি পরিবর্তনের দ্বৈত অবস্থান তুলে ধরে।

জরুরি অবস্থা জারি করলেন পেরুর প্রেসিডেন্ট

গুম-খুনে জড়িত ১৫ সেনা কর্মকর্তা চাকরিচ্যুত। ট্রাইব্যুনালে হাজির। সাবজেলে প্রেরণ

এবার ১ টাকায় গরুর মাংস বিতরণের ঘোষণা সেই এমপি প্রার্থীর

অভিযুক্ত সেনা কর্মকর্তাদের বহন করা সেই প্রিজন ভ্যানে কী আছে

অভিযুক্ত সেনা কর্মকর্তাদের নেয়া হয়েছে ক্যান্টনমেন্টের অস্থায়ী কারাগারে

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত