তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তায়েপ এরদোয়ানের আমন্ত্রণে প্রথম বিদেশ সফরে তুরস্কে পৌঁছেছেন পোপ লিও।
বৃহস্পতিবার পোপকে তুরস্কে পৌঁছানোর পর বিমানবন্দরে স্বাগত জানান সংস্কৃতি ও পর্যটন মন্ত্রী মেহমেত নুরি এরসোয় এবং অন্যান্য কর্মকর্তারা।
এই সফরে পোপ তুর্কি কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করবেন, গুরুত্বপূর্ণ শহরগুলো পরিদর্শন করবেন এবং ধর্মীয় স্থানগুলোতে প্রার্থনা করবেন। তার সঙ্গে রয়েছেন ভ্যাটিকান কর্তৃপক্ষ, যার মধ্যে কার্ডিনাল পিয়েত্রো প্যারোলিন, আর্চবিশপ পল রিচার্ড গ্যালাঘার এবং ৭০ জনেরও বেশি সাংবাদিকের একটি প্রতিনিধি দল।
পোপ ২৭ নভেম্বর থেকে ৩০ নভেম্বর পর্যন্ত তুরস্কে থাকবেন, যেখানে তিনি আঙ্কারা, ইস্তাম্বুল এবং ইজনিক পরিদর্শন করবেন। সফরটি শুরু হবে তুর্কি প্রজাতন্ত্রের প্রতিষ্ঠাতা মুস্তফা কামাল আতাতুর্কের স্মৃতিস্তম্ভ 'আনিতকাবির'-এ তাকে শ্রদ্ধা জানানো দিয়ে।
এসআর

