বিশ্বে নিরাপত্তার ন্যায়সঙ্গত ভারসাম্য ফিরিয়ে আনতে হবে: পুতিন

আমার দেশ অনলাইন
প্রকাশ : ১৬ আগস্ট ২০২৫, ০৮: ৪৪
আপডেট : ১৬ আগস্ট ২০২৫, ১২: ৪০
ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠকে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বৈঠক অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার আলাস্কায় এ বৈঠক শেষে যৌথ সংবাদ সম্মেলনে পুতিন বলেছেন, ইউক্রেনে শান্তি প্রতিষ্ঠার জন্য সংঘাতের মূল কারণগুলো দূর করা জরুরি।

বিজ্ঞাপন

পুতিন বলেন, ইউক্রেন পরিস্থিতি মূলত আমাদের নিরাপত্তার মৌলিক হুমকির সঙ্গে জড়িত। আমরা চাই এই সংঘাতের অবসান ঘটুক। তবে দীর্ঘমেয়াদি ও টেকসই সমাধানের জন্য শিকড় থেকে সমস্যার সমাধান করতে হবে।

তিনি বলেন, রাশিয়ার সব যৌক্তিক উদ্বেগ বিবেচনায় নিতে হবে এবং ইউরোপসহ পুরো বিশ্বে নিরাপত্তার ন্যায়সঙ্গত ভারসাম্য ফিরিয়ে আনতে হবে। আমি প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে একমত—ইউক্রেনের নিরাপত্তাও নিশ্চিত হওয়া উচিত।

পুতিন আরও বলেন, চার বছর ধরে রাশিয়া ও যুক্তরাষ্ট্রের মধ্যে কোনো শীর্ষ বৈঠক হয়নি। এই সময় দুই দেশের সম্পর্ক ঠান্ডা যুদ্ধ-পরবর্তী ইতিহাসের সবচেয়ে নিম্ন পর্যায়ে নেমে গিয়েছিল, যা আমাদের দেশ ও বিশ্ব কারও জন্যই উপকারী ছিল না। তাই রাষ্ট্রপ্রধানদের সরাসরি সাক্ষাৎ অনেক আগেই হওয়া উচিত ছিল। সূত্র: বিবিসি ও রয়টার্স

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত