আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

সুমুদ ফ্লোটিলায় অংশ নিয়ে ফ্রান্সের রিমা

‘ফিলিস্তিনের স্বাধীনতা অর্জনে শেষ পর্যন্ত লড়ব’

আতিকুর রহমান নগরী

‘ফিলিস্তিনের স্বাধীনতা অর্জনে শেষ পর্যন্ত লড়ব’
ফ্রান্সের রাজনীতিবিদ রিমা হাসান

স্বাধীনতা অর্জনে শেষ সেকেন্ড পর্যন্ত হার মানবেন না—এমন প্রত্যয় জানিয়েছেন সুমুদ ফ্লোটিলায় অংশ নেয়া ফ্রান্সের রাজনীতিবিদ রিমা হাসান।

ইউরোপীয় পার্লামেন্টের সদস্য রিমা বিশ্ব অর্থনীতি অচল করে দেয়ার আহ্বান জানিয়েছেন। ইসরাইলকে রুখে দিতে দেশে দেশে প্রতিবাদের ডাক দিয়েছেন তিনি। এক্স হ্যান্ডলে দেয়া এক পোস্টে এ আহ্বান জানান।

বিজ্ঞাপন

ফিলিস্তিনের পতাকা হাতে একটি ভিডিও প্রকাশ করেছেন রিমা। সুমুদ বহরে থাকা তার জাহাজটি গাজা উপত্যকার খুব কাছে পৌঁছে ইসরাইলি হামলার শিকার ও জব্দ হয়। গাজায় গণহত্যা বন্ধের দাবি এবং ফ্লোটিলা মিশন শেষ করার আহ্বান জানিয়েছেন রিমা।

গ্লোবাল সুমুদ ফ্লোটিলা নামের এই নৌবহরে বেসামরিক নৌকা ও জাহাজ রয়েছে। এসব নৌযানে বিশ্বের বিভিন্ন দেশের প্রায় ৫০০ জন নাগরিক রয়েছে। তাদের মধ্যে সংসদ সদস্য, আইনজীবী, মানবাধিকারকর্মী এবং সুইডিশ জলবায়ু আন্দোলনকর্মী গ্রেটা থুনবার্গও রয়েছেন।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
Loading...