আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

ইস্তানবুলের মেয়রের গ্রেপ্তারের প্রতিবাদে তুরস্কজুড়ে বিক্ষোভ

আন্তর্জাতিক ডেস্ক
ইস্তানবুলের মেয়রের গ্রেপ্তারের প্রতিবাদে তুরস্কজুড়ে বিক্ষোভ

তুরস্কের বৃহত্তম শহর ইস্তানবুলের মেয়র ইকরাম ইমামওলুর গ্রেপ্তারের প্রতিবাদে তার সমর্থকদের বিক্ষোভ অব্যাহত রয়েছে। সোমবার দেশটির বিভিন্ন শহরে বিক্ষোভ করেন ইমামওলুর সমর্থকরা।

এর আগে রোববার ইস্তানবুলের একটি আদালত ইমামওলুকে দুর্নীতির মামলায় আনুষ্ঠানিকভাবে গ্রেপ্তার দেখানোর নির্দেশ দেয়। তাকে ইস্তানবুলের মারমারা কারাগারে পাঠানো হয়েছে। সমর্থকদের প্রতি বিক্ষোভ অব্যাহত রাখার আহ্বান জানিয়েছেন ইমামওলু।

বিজ্ঞাপন

আদালতের আদেশের পর সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এক পোস্টে ইকরাম ইমামওলু বলেন, ‘আমরা হাতে হাত রেখে এ আঘাত, আমাদের গণতন্ত্রের ওপর এ কালো দাগ উৎখাত করব। আমি সোজা দাঁড়িয়ে থাকব, মাথানত করব না।’

অপর এক পোস্টে ইমামওলু বলেন, তার গ্রেপ্তার সম্পূর্ণভাবে বিচারবহির্ভূতভাবে করা হয়েছে, যা তুরস্কের বিরুদ্ধে বিশ্বাসঘাতকতা।

রোববার পঞ্চম রাতের মতো ইস্তানবুল, আঙ্কারাসহ বিভিন্ন শহরে বিক্ষোভ করেছেন ইমামওলু সমর্থকরা। বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে জলকামান ব্যবহার করে পুলিশ।

পাঁচ দিনের বিক্ষোভে প্রায় সাতশর বেশি বিক্ষোভকারীকে গ্রেপ্তার করা হয়েছে।

রোববার তুরস্কের পরবর্তী প্রেসিডেন্ট নির্বাচনে বিরোধী সিএইচপি দলের প্রার্থী মনোনয়নের জন্য ভোট হয়। দলীয় সদস্য ছাড়াও সিএইচপির পক্ষ থেকে সাধারণ লোকের জন্য ভোট উন্মুক্ত করা হয়। ইকরাম ইমামওলুর নাম প্রস্তাব করা একমাত্র এ ভোটে প্রায় এক কোটি ৫০ লাখ লোক অংশ নিয়েছেন বলে সিএইচপির পক্ষ থেকে জানানো হয়।

সিএইচপি জানায়, ১৬ লাখ ভোট দলীয় সদস্যরা দিয়েছেন। বাকিরা দলীয় সদস্যের বাইরে সাধারণ মানুষ, যারা ইমামওলুর প্রতি সংহতি জানাতে ভোট দিয়েছেন।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
খুঁজুন