আমার দেশ অনলাইন
শ্রমিক ঘাটতি মোকাবেলায় বৈধ অভিবাসন বাড়ানোর কৌশলের অংশ হিসেবে ইতালি ২০২৬ থেকে ২০২৮ সাল পর্যন্ত ইউরোপীয় ইউনিয়নের বাইরের নাগরিকদের জন্য প্রায় পাঁচ লাখ নতুন কর্ম ভিসা দেবে। গতকাল সোমবার ইতালির মন্ত্রিসভার এক বিবৃতিতে একথা জানানো হয়েছে।
এক প্রতিবেদনে এতথ্য জানায় বার্তা সংস্থা রয়টার্স আগামী বছর মোট এক লাখ৬৪ হাজার ৮৫০ জনকে অনুমতি দেওয়া হবে। যার লক্ষ্য ২০২৮ সালের মধ্যে মোট ৪ লাখ ৯৭ হাজার ৫৫০ জনকে ইতালিতে যাওয়ার অনুমতি দেওয়া হবে।
ডানপন্থী জোটের প্রধান হিসেবে প্রায় তিন বছর আগে দায়িত্ব গ্রহণের পর এ নিয়ে দ্বিতীয়বার এ ধরনের উদ্যোগ নিলেন ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি। তার সরকার এরইমধ্যে সাড়ে ৪ লাখের বেশি ভিসা অনুমতি দেওয়ার কথা জানিয়েছে। ২০২৩ সাল থেকে শুরু করে ২০২৫ সাল পর্যন্ত এসব পারমিট দেওয়া হচ্ছে।
২০২২ সালের অক্টোবরে দায়িত্ব গ্রহণের পর থেকে, প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির ডানপন্থী প্রশাসন অবৈধ অভিবাসনের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিচ্ছে। সমুদ্রপথে আগমন কমানো এবং প্রত্যাবাসন ত্বরান্বিত করার ওপর জোর দিয়েছে তার প্রশাসন। একইসঙ্গে, সরকার ইতালির অর্থনৈতিক ও জনসংখ্যাগত চাহিদার সঙ্গে সঙ্গতিপূর্ণভাবে শ্রম অভিবাসন পরিচালনার ওপর জোর দিয়েছে।
ইতালির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অনুসারে ২০২৫ সালের ৩০ জুন পর্যন্ত, সমুদ্রপথে মোট ২৯ হাজার ৯০৩ জন অভিবাসী ইতালিতে গিয়েছিলেন। ২০২৪ সালের একই সময়ে গিয়েছিল ২৬ হাজার ১৫ জন।
সোমবারের বিবৃতিতে আরো বলায় চাহিদা বিবেচনায় নিয়ে প্রকৃত কর্মভিসার আবেদন যাচাইয়ের ভিত্তিতে কোটা নির্ধারণ করা হয়েছে।
ইতালিতে ২০২৪ সালে নতুন শিশু জন্মের চেয়ে ২ লাখ ৮১ হাজার বেশি মানুষের মৃত্যু হয়েছে এবং মোট জনসংখ্যা ৩৭ হাজার কমে ৫ কোটি ৮৯ লাখ ৩০ হাজারে নেমে গেছে। এক দশক ধরেই দেশটিতে জনসংখ্যা হ্রাস পাচ্ছে।
ইতালির কৃষি-পেশাজীবীদের সংগঠন কোলদিরেত্তি সরকারের এ পরিকল্পনাকে স্বাগত জানিয়ে বলেছে, এটি মাঠে শ্রমিকের সহজলভ্যতা ও দেশের খাদ্য উৎপাদন নিশ্চিত করতে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।
আরএ
শ্রমিক ঘাটতি মোকাবেলায় বৈধ অভিবাসন বাড়ানোর কৌশলের অংশ হিসেবে ইতালি ২০২৬ থেকে ২০২৮ সাল পর্যন্ত ইউরোপীয় ইউনিয়নের বাইরের নাগরিকদের জন্য প্রায় পাঁচ লাখ নতুন কর্ম ভিসা দেবে। গতকাল সোমবার ইতালির মন্ত্রিসভার এক বিবৃতিতে একথা জানানো হয়েছে।
এক প্রতিবেদনে এতথ্য জানায় বার্তা সংস্থা রয়টার্স আগামী বছর মোট এক লাখ৬৪ হাজার ৮৫০ জনকে অনুমতি দেওয়া হবে। যার লক্ষ্য ২০২৮ সালের মধ্যে মোট ৪ লাখ ৯৭ হাজার ৫৫০ জনকে ইতালিতে যাওয়ার অনুমতি দেওয়া হবে।
ডানপন্থী জোটের প্রধান হিসেবে প্রায় তিন বছর আগে দায়িত্ব গ্রহণের পর এ নিয়ে দ্বিতীয়বার এ ধরনের উদ্যোগ নিলেন ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি। তার সরকার এরইমধ্যে সাড়ে ৪ লাখের বেশি ভিসা অনুমতি দেওয়ার কথা জানিয়েছে। ২০২৩ সাল থেকে শুরু করে ২০২৫ সাল পর্যন্ত এসব পারমিট দেওয়া হচ্ছে।
২০২২ সালের অক্টোবরে দায়িত্ব গ্রহণের পর থেকে, প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির ডানপন্থী প্রশাসন অবৈধ অভিবাসনের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিচ্ছে। সমুদ্রপথে আগমন কমানো এবং প্রত্যাবাসন ত্বরান্বিত করার ওপর জোর দিয়েছে তার প্রশাসন। একইসঙ্গে, সরকার ইতালির অর্থনৈতিক ও জনসংখ্যাগত চাহিদার সঙ্গে সঙ্গতিপূর্ণভাবে শ্রম অভিবাসন পরিচালনার ওপর জোর দিয়েছে।
ইতালির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অনুসারে ২০২৫ সালের ৩০ জুন পর্যন্ত, সমুদ্রপথে মোট ২৯ হাজার ৯০৩ জন অভিবাসী ইতালিতে গিয়েছিলেন। ২০২৪ সালের একই সময়ে গিয়েছিল ২৬ হাজার ১৫ জন।
সোমবারের বিবৃতিতে আরো বলায় চাহিদা বিবেচনায় নিয়ে প্রকৃত কর্মভিসার আবেদন যাচাইয়ের ভিত্তিতে কোটা নির্ধারণ করা হয়েছে।
ইতালিতে ২০২৪ সালে নতুন শিশু জন্মের চেয়ে ২ লাখ ৮১ হাজার বেশি মানুষের মৃত্যু হয়েছে এবং মোট জনসংখ্যা ৩৭ হাজার কমে ৫ কোটি ৮৯ লাখ ৩০ হাজারে নেমে গেছে। এক দশক ধরেই দেশটিতে জনসংখ্যা হ্রাস পাচ্ছে।
ইতালির কৃষি-পেশাজীবীদের সংগঠন কোলদিরেত্তি সরকারের এ পরিকল্পনাকে স্বাগত জানিয়ে বলেছে, এটি মাঠে শ্রমিকের সহজলভ্যতা ও দেশের খাদ্য উৎপাদন নিশ্চিত করতে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।
আরএ
ভারতের উত্তর প্রদেশের একটি শিল্পনগরী এলাকা কানপুর। গত ৪ সেপ্টেম্বর কানপুরের মুসলিম অধ্যুষিত এলাকা সৈয়দ নগরে ঈদে মিলাদুন্নবি উদ্যাপন উপলক্ষে সন্ধ্যায় একটি সাইনবোর্ড টাঙানো হয়।
২৭ মিনিট আগেসম্প্রতি বায়ু দূষণ কমানোর জন্য রাজধানীতে পেট্রোলচালিত মোটরবাইকের উপর নিষেধাজ্ঞা জারি করে ভিয়েতনাম প্রশাসন। যা ২০২৬ সালের মাঝামাঝি থেকে কার্যকর হওয়ার কথা। তবে, পরিকল্পিত এই নিষেধাজ্ঞার ফলে ৪.৬ বিলিয়ন ডলারের বাজার হারাবে বলে আশঙ্কা করছে জাপান সরকার এবং দেশের কিছু শীর্ষস্থানীয় নির্মাতা।
৩৯ মিনিট আগেগাজায় সাফল্য অর্জনের জন্য যে অনুকূল পরিস্থিতি পেয়েছিল ট্রাম্পের প্রধান কূটনৈতিক মধ্যস্থতাকারী স্টিভ উইটকফ ও তার দল, সেটা ইউক্রেন যুদ্ধের ক্ষেত্রে তৈরি করা কঠিন হতে পারে, কারণ এই যুদ্ধ প্রায় চার বছর ধরে চলছে।
১ ঘণ্টা আগেইউক্রেনের সেনাবাহিনী জানিয়েছে যে, তারা মঙ্গলবার গভীর রাতে ব্রায়ানস্ক সীমান্ত অঞ্চলে একটি রাশিয়ান রাসায়নিক কারখানায় যুক্তরাজ্যের সরবরাহকৃত স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র দিয়ে আক্রমণ করেছে।
২ ঘণ্টা আগে