
আমার দেশ অনলাইন

শ্রমিক ঘাটতি মোকাবেলায় বৈধ অভিবাসন বাড়ানোর কৌশলের অংশ হিসেবে ইতালি ২০২৬ থেকে ২০২৮ সাল পর্যন্ত ইউরোপীয় ইউনিয়নের বাইরের নাগরিকদের জন্য প্রায় পাঁচ লাখ নতুন কর্ম ভিসা দেবে। গতকাল সোমবার ইতালির মন্ত্রিসভার এক বিবৃতিতে একথা জানানো হয়েছে।
এক প্রতিবেদনে এতথ্য জানায় বার্তা সংস্থা রয়টার্স আগামী বছর মোট এক লাখ৬৪ হাজার ৮৫০ জনকে অনুমতি দেওয়া হবে। যার লক্ষ্য ২০২৮ সালের মধ্যে মোট ৪ লাখ ৯৭ হাজার ৫৫০ জনকে ইতালিতে যাওয়ার অনুমতি দেওয়া হবে।
ডানপন্থী জোটের প্রধান হিসেবে প্রায় তিন বছর আগে দায়িত্ব গ্রহণের পর এ নিয়ে দ্বিতীয়বার এ ধরনের উদ্যোগ নিলেন ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি। তার সরকার এরইমধ্যে সাড়ে ৪ লাখের বেশি ভিসা অনুমতি দেওয়ার কথা জানিয়েছে। ২০২৩ সাল থেকে শুরু করে ২০২৫ সাল পর্যন্ত এসব পারমিট দেওয়া হচ্ছে।
২০২২ সালের অক্টোবরে দায়িত্ব গ্রহণের পর থেকে, প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির ডানপন্থী প্রশাসন অবৈধ অভিবাসনের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিচ্ছে। সমুদ্রপথে আগমন কমানো এবং প্রত্যাবাসন ত্বরান্বিত করার ওপর জোর দিয়েছে তার প্রশাসন। একইসঙ্গে, সরকার ইতালির অর্থনৈতিক ও জনসংখ্যাগত চাহিদার সঙ্গে সঙ্গতিপূর্ণভাবে শ্রম অভিবাসন পরিচালনার ওপর জোর দিয়েছে।
ইতালির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অনুসারে ২০২৫ সালের ৩০ জুন পর্যন্ত, সমুদ্রপথে মোট ২৯ হাজার ৯০৩ জন অভিবাসী ইতালিতে গিয়েছিলেন। ২০২৪ সালের একই সময়ে গিয়েছিল ২৬ হাজার ১৫ জন।
সোমবারের বিবৃতিতে আরো বলায় চাহিদা বিবেচনায় নিয়ে প্রকৃত কর্মভিসার আবেদন যাচাইয়ের ভিত্তিতে কোটা নির্ধারণ করা হয়েছে।
ইতালিতে ২০২৪ সালে নতুন শিশু জন্মের চেয়ে ২ লাখ ৮১ হাজার বেশি মানুষের মৃত্যু হয়েছে এবং মোট জনসংখ্যা ৩৭ হাজার কমে ৫ কোটি ৮৯ লাখ ৩০ হাজারে নেমে গেছে। এক দশক ধরেই দেশটিতে জনসংখ্যা হ্রাস পাচ্ছে।
ইতালির কৃষি-পেশাজীবীদের সংগঠন কোলদিরেত্তি সরকারের এ পরিকল্পনাকে স্বাগত জানিয়ে বলেছে, এটি মাঠে শ্রমিকের সহজলভ্যতা ও দেশের খাদ্য উৎপাদন নিশ্চিত করতে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।
আরএ

শ্রমিক ঘাটতি মোকাবেলায় বৈধ অভিবাসন বাড়ানোর কৌশলের অংশ হিসেবে ইতালি ২০২৬ থেকে ২০২৮ সাল পর্যন্ত ইউরোপীয় ইউনিয়নের বাইরের নাগরিকদের জন্য প্রায় পাঁচ লাখ নতুন কর্ম ভিসা দেবে। গতকাল সোমবার ইতালির মন্ত্রিসভার এক বিবৃতিতে একথা জানানো হয়েছে।
এক প্রতিবেদনে এতথ্য জানায় বার্তা সংস্থা রয়টার্স আগামী বছর মোট এক লাখ৬৪ হাজার ৮৫০ জনকে অনুমতি দেওয়া হবে। যার লক্ষ্য ২০২৮ সালের মধ্যে মোট ৪ লাখ ৯৭ হাজার ৫৫০ জনকে ইতালিতে যাওয়ার অনুমতি দেওয়া হবে।
ডানপন্থী জোটের প্রধান হিসেবে প্রায় তিন বছর আগে দায়িত্ব গ্রহণের পর এ নিয়ে দ্বিতীয়বার এ ধরনের উদ্যোগ নিলেন ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি। তার সরকার এরইমধ্যে সাড়ে ৪ লাখের বেশি ভিসা অনুমতি দেওয়ার কথা জানিয়েছে। ২০২৩ সাল থেকে শুরু করে ২০২৫ সাল পর্যন্ত এসব পারমিট দেওয়া হচ্ছে।
২০২২ সালের অক্টোবরে দায়িত্ব গ্রহণের পর থেকে, প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির ডানপন্থী প্রশাসন অবৈধ অভিবাসনের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিচ্ছে। সমুদ্রপথে আগমন কমানো এবং প্রত্যাবাসন ত্বরান্বিত করার ওপর জোর দিয়েছে তার প্রশাসন। একইসঙ্গে, সরকার ইতালির অর্থনৈতিক ও জনসংখ্যাগত চাহিদার সঙ্গে সঙ্গতিপূর্ণভাবে শ্রম অভিবাসন পরিচালনার ওপর জোর দিয়েছে।
ইতালির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অনুসারে ২০২৫ সালের ৩০ জুন পর্যন্ত, সমুদ্রপথে মোট ২৯ হাজার ৯০৩ জন অভিবাসী ইতালিতে গিয়েছিলেন। ২০২৪ সালের একই সময়ে গিয়েছিল ২৬ হাজার ১৫ জন।
সোমবারের বিবৃতিতে আরো বলায় চাহিদা বিবেচনায় নিয়ে প্রকৃত কর্মভিসার আবেদন যাচাইয়ের ভিত্তিতে কোটা নির্ধারণ করা হয়েছে।
ইতালিতে ২০২৪ সালে নতুন শিশু জন্মের চেয়ে ২ লাখ ৮১ হাজার বেশি মানুষের মৃত্যু হয়েছে এবং মোট জনসংখ্যা ৩৭ হাজার কমে ৫ কোটি ৮৯ লাখ ৩০ হাজারে নেমে গেছে। এক দশক ধরেই দেশটিতে জনসংখ্যা হ্রাস পাচ্ছে।
ইতালির কৃষি-পেশাজীবীদের সংগঠন কোলদিরেত্তি সরকারের এ পরিকল্পনাকে স্বাগত জানিয়ে বলেছে, এটি মাঠে শ্রমিকের সহজলভ্যতা ও দেশের খাদ্য উৎপাদন নিশ্চিত করতে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।
আরএ

যুক্তরাষ্ট্রের পুনরায় পারমাণবিক পরীক্ষা চালানোর সম্ভাবনার বিরুদ্ধে রাশিয়া কঠোর হুশিয়ারি জানিয়েছে রাশিয়া। বৃহস্পতিবার (১৩ নভেম্বর) ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ সতর্ক করে বলেছেন, যুক্তরাষ্ট্র যদি নিষেধাজ্ঞা ভেঙে নতুন করে পারমাণবিক পরীক্ষা শুরু করে, তবে রাশিয়া সেই অনুযায়ী ব্যবস্থা নেবে।
৪১ মিনিট আগে
ক্রোয়েশিয়ার পশ্চিম উপকূলীয় শহর সেঞ্জের কাছে তুরস্কের একটি অগ্নিনির্বাপক বিমান বিধ্বস্ত হয়ে পাইলট নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১৩ নভেম্বর) দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন তুরস্কের বন ও পরিবেশমন্ত্রী ইব্রাহিম ইউমাকলি।
১ ঘণ্টা আগে
পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে জেলা ও দায়রা জজ আদালত ভবনের সামনে আত্মঘাতী হামলার ঘটনায় সন্দেহভাজন সাতজনকে গ্রেপ্তার করা হয়েছে। জিজ্ঞাসাবাদের জন্য তাদের অজ্ঞাত স্থানে নিয়ে যাওয়া হয়েছে। মঙ্গলবারের ওই হামলায় ১২ জন নিহত হয়।
১ ঘণ্টা আগে
আলজেরিয়ার আটটি প্রদেশে দাবানলে পুড়ছে ২২টি বন। সবচেয়ে ভয়াবহ আগুন জ্বলছে টিপাজা প্রদেশে। দাবানলের ভয়াবহতায় কিছু এলাকা থেকে বাসিন্দাদের সরিয়ে নিয়েছে কর্তৃপক্ষ। ১১টি আগুন নিয়ন্ত্রণে আনতে কাজ করছে দমকল বাহিনী। বাকি ১১টি দাবানল সম্পূর্ণরূপে নিভে গেছে অথবা নিবিড় নজরদারিতে রয়েছে।
২ ঘণ্টা আগে