আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

ইরানের সমর্থনে যেসব দেশে বিক্ষোভ

আমার দেশ অনলাইন
ইরানের সমর্থনে যেসব দেশে বিক্ষোভ

ইরান-ইসরাইল যুদ্ধে ইরানের পক্ষ নিয়ে বিক্ষোভ করেছে ইরাক, তুরস্ক, লেবানন, ইয়েমেনসহ বিভিন্ন দেশের সাধারণ মানুষ। এসব বিক্ষোভে হাজার হাজার মানুষের উপস্থিতি দেখা গেছে।

ইরাকের রাজধানী বাগদাদের সদর সিটি ও দেশটির বসরা শহরে বিক্ষোভ হয়েছে। তুরস্কের ইস্তাম্বুল শহরে ইসরাইল ও যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে স্লোগান দিয়ে বিক্ষোভ করেছে শিয়া ও সুন্নী মুসলিমরা। এছাড়া জুমার নামাজের পর লেবাননের রাজধানী বৈরুতের দক্ষিণ শহরতলিতে ইরানের প্রতি সংহতি জানিয়ে সমাবেশ করেন বিক্ষোভকারীরা।

বিজ্ঞাপন

এদিকে ইরান ও ফিলিস্তিনের গাজার মানুষের প্রতি সংহতি জানিয়ে ইয়েমেনের রাজধানী সানায়ে বিক্ষোভ করেছে হুতিরাও।

ইরানে ইসরায়েলি হামলার প্রতিবাদে বিক্ষোভ হয়েছে পাকিস্তানের করাচি ও লাহোরে। এ ছাড়া যুক্তরাষ্ট্রে জাতিসংঘের সদর দপ্তরের সামনে যুদ্ধবিরোধী বিক্ষোভ হয়েছে। এতে অংশ নেন ‘মেম্বারস অব ভেটেরানস ফর পিস’ নামের সংগঠনের সদস্যরা। ওই সময় ইসরায়েল-ইরান সংঘাত নিয়ে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের বৈঠক চলছিল।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিষয়:

এলাকার খবর
খুঁজুন