আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

ইমরান খানের সঙ্গে সাক্ষাতের দাবিতে বিক্ষোভ, রাওয়ালপিন্ডিতে ১৪৪ ধারা

আতিকুর রহমান নগরী

ইমরান খানের সঙ্গে সাক্ষাতের দাবিতে বিক্ষোভ, রাওয়ালপিন্ডিতে ১৪৪ ধারা
ইসলামাবাদের একটি রাস্তায় পুলিশ সদস্যরা সতর্ক অবস্থায় দাঁড়িয়ে আছেন। ছবি: সংগৃহীত

কারাবন্দি সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের সঙ্গে সাক্ষাতের দাবীতে পরিবারের সদস্য ও পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই)-এর নেতারা আজ মঙ্গলবার ইসলামাবাদ হাইকোর্ট ও রাওয়ালপিন্ডির আদিয়ালা জেলের সামনে বিক্ষোভের ঘোষণা দিয়েছে। এ ঘোষণার পর সম্ভাব্য জনঅস্থিরতার আশঙ্কায় রাওয়ালপিন্ডিতে তিন দিনের জন্য ১৪৪ ধারা জারি করেছে স্থানীয় কর্তৃপক্ষ।

রাওয়ালপিন্ডির ডেপুটি কমিশনার ড. হাসান ওয়াক্কার চীমার অফিস থেকে জারি করা নির্দেশনা অনুযায়ী ১ থেকে ৩ ডিসেম্বর পর্যন্ত সব ধরনের জনসমাবেশ নিষিদ্ধ থাকবে বলে পাকিস্তানি দৈনিক ডন এক প্রতিবেদনে জানিয়েছে।

বিজ্ঞাপন

কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী পাঁচ বা তার বেশি মানুষের সব ধরনের সমাবেশ নিষিদ্ধ—এর মধ্যে রয়েছে জনসভা, র‌্যালি, মিছিল, অবস্থান কর্মসূচি, ধর্না, জলসা এবং অনুরূপ সব ধরনের রাজনৈতিক বা সামাজিক সমাবেশ।

কর্তৃপক্ষ জানায়, বর্তমান উত্তেজনাপূর্ণ রাজনৈতিক পরিস্থিতিতে জনশৃঙ্খলা রক্ষার স্বার্থেই এই অস্থায়ী নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

এসআর

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন