ইউনিসেফের তথ্য
আমার দেশ অনলাইন
গাজা সিটির প্রতি পাঁচজন শিশুর মধ্যে একজন তীব্র অপুষ্টিতে ভুগছে বলে জানিয়েছে জাতিসংঘের শিশু বিষয়ক সংস্থা ইউনিসেফ। সংস্থাটি জানায়, গাজা উপত্যকায় শিশুদের অপুষ্টি আগস্ট মাসে রেকর্ড মাত্রায় পৌঁছেছে। খবর বার্তা সংস্থা আনোদোলুর।
ইউনিসেফ সতর্ক করে দিয়েছে, চলমান ইসরাইলি সামরিক অভিযানের কারণে জীবন রক্ষাকারী চিকিৎসা সেবা থেকে বঞ্চিত হচ্ছে শিশুরা।
ইউনিসেফের এক বিবৃতিতে বলা হয়েছে, গাজাজুড়ে তীব্র অপুষ্টিতে ভোগা শিশুদের সংখ্যা আগস্ট মাসে বেড়ে ১৩ দশমিক ৫ শতাংশ হয়েছে, যা জুলাই মাসে ছিল ৮ দশমিক ৩ শতাংশ ছিল। গাজা সিটিতে গত মাসে দুর্ভিক্ষ নিশ্চিত করা হয়েছিল। গাজা সিটিতে অপুষ্টিতে ভোগা শিশুদের শতকরা হার আরো বেশি, ১৯ শতাংশ, যা জুলাই মাসে ১৬ শতাংশ ছিল।
বিবৃতিতে আরো উল্লেখ করা হয়েছে, ইসরাইলের চলমান আক্রমণের কারণে গাজা সিটি এবং উত্তর গাজায় সম্প্রতি ১০টি চিকিৎসা কেন্দ্র বন্ধ করে দেওয়া হয়েছে।
ইউনিসেফ বলছে, তীব্র অপুষ্টিতে বোগা শিশুর সংখ্যা প্রতিদিনই বাড়ছে।
বিবৃতিতে বলা হয়, ‘আগস্ট মাসে চিকিৎসার জন্য ভর্তি হওয়া ২৩ শতাংশ শিশু তীব্র অপুষ্টিতে ভুগছিল। যেখানে ছয় মাস আগে এই সংখ্যা ছিল ১২ শতাংশ।
ইউনিসেফের নির্বাহী পরিচালক ক্যাথেরিন রাসেল বিবৃতিতে আরো জানিয়েছেন, ‘আগস্ট মাসে, গাজা সিটির প্রতি পাঁচজন শিশুর মধ্যে একজন তীব্র অপুষ্টিতে ভোগে।’
আরএ
গাজা সিটির প্রতি পাঁচজন শিশুর মধ্যে একজন তীব্র অপুষ্টিতে ভুগছে বলে জানিয়েছে জাতিসংঘের শিশু বিষয়ক সংস্থা ইউনিসেফ। সংস্থাটি জানায়, গাজা উপত্যকায় শিশুদের অপুষ্টি আগস্ট মাসে রেকর্ড মাত্রায় পৌঁছেছে। খবর বার্তা সংস্থা আনোদোলুর।
ইউনিসেফ সতর্ক করে দিয়েছে, চলমান ইসরাইলি সামরিক অভিযানের কারণে জীবন রক্ষাকারী চিকিৎসা সেবা থেকে বঞ্চিত হচ্ছে শিশুরা।
ইউনিসেফের এক বিবৃতিতে বলা হয়েছে, গাজাজুড়ে তীব্র অপুষ্টিতে ভোগা শিশুদের সংখ্যা আগস্ট মাসে বেড়ে ১৩ দশমিক ৫ শতাংশ হয়েছে, যা জুলাই মাসে ছিল ৮ দশমিক ৩ শতাংশ ছিল। গাজা সিটিতে গত মাসে দুর্ভিক্ষ নিশ্চিত করা হয়েছিল। গাজা সিটিতে অপুষ্টিতে ভোগা শিশুদের শতকরা হার আরো বেশি, ১৯ শতাংশ, যা জুলাই মাসে ১৬ শতাংশ ছিল।
বিবৃতিতে আরো উল্লেখ করা হয়েছে, ইসরাইলের চলমান আক্রমণের কারণে গাজা সিটি এবং উত্তর গাজায় সম্প্রতি ১০টি চিকিৎসা কেন্দ্র বন্ধ করে দেওয়া হয়েছে।
ইউনিসেফ বলছে, তীব্র অপুষ্টিতে বোগা শিশুর সংখ্যা প্রতিদিনই বাড়ছে।
বিবৃতিতে বলা হয়, ‘আগস্ট মাসে চিকিৎসার জন্য ভর্তি হওয়া ২৩ শতাংশ শিশু তীব্র অপুষ্টিতে ভুগছিল। যেখানে ছয় মাস আগে এই সংখ্যা ছিল ১২ শতাংশ।
ইউনিসেফের নির্বাহী পরিচালক ক্যাথেরিন রাসেল বিবৃতিতে আরো জানিয়েছেন, ‘আগস্ট মাসে, গাজা সিটির প্রতি পাঁচজন শিশুর মধ্যে একজন তীব্র অপুষ্টিতে ভোগে।’
আরএ
ভারতের উত্তর প্রদেশের একটি শিল্পনগরী এলাকা কানপুর। গত ৪ সেপ্টেম্বর কানপুরের মুসলিম অধ্যুষিত এলাকা সৈয়দ নগরে ঈদে মিলাদুন্নবি উদ্যাপন উপলক্ষে সন্ধ্যায় একটি সাইনবোর্ড টাঙানো হয়।
১৯ মিনিট আগেসম্প্রতি বায়ু দূষণ কমানোর জন্য রাজধানীতে পেট্রোলচালিত মোটরবাইকের উপর নিষেধাজ্ঞা জারি করে ভিয়েতনাম প্রশাসন। যা ২০২৬ সালের মাঝামাঝি থেকে কার্যকর হওয়ার কথা। তবে, পরিকল্পিত এই নিষেধাজ্ঞার ফলে ৪.৬ বিলিয়ন ডলারের বাজার হারাবে বলে আশঙ্কা করছে জাপান সরকার এবং দেশের কিছু শীর্ষস্থানীয় নির্মাতা।
৩১ মিনিট আগেগাজায় সাফল্য অর্জনের জন্য যে অনুকূল পরিস্থিতি পেয়েছিল ট্রাম্পের প্রধান কূটনৈতিক মধ্যস্থতাকারী স্টিভ উইটকফ ও তার দল, সেটা ইউক্রেন যুদ্ধের ক্ষেত্রে তৈরি করা কঠিন হতে পারে, কারণ এই যুদ্ধ প্রায় চার বছর ধরে চলছে।
১ ঘণ্টা আগেইউক্রেনের সেনাবাহিনী জানিয়েছে যে, তারা মঙ্গলবার গভীর রাতে ব্রায়ানস্ক সীমান্ত অঞ্চলে একটি রাশিয়ান রাসায়নিক কারখানায় যুক্তরাজ্যের সরবরাহকৃত স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র দিয়ে আক্রমণ করেছে।
১ ঘণ্টা আগে