গাজা সিটির প্রতি পাঁচজন শিশুর মধ্যে একজন তীব্র অপুষ্টিতে ভুগছে বলে জানিয়েছে জাতিসংঘের শিশু বিষয়ক সংস্থা ইউনিসেফ। সংস্থাটি জানায়, গাজা উপত্যকায় শিশুদের অপুষ্টি আগস্ট মাসে রেকর্ড মাত্রায় পৌঁছেছে। খবর বার্তা সংস্থা আনোদোলুর।
ইউনিসেফ সতর্ক করে দিয়েছে, চলমান ইসরাইলি সামরিক অভিযানের কারণে জীবন রক্ষাকারী চিকিৎসা সেবা থেকে বঞ্চিত হচ্ছে শিশুরা।
ইউনিসেফের এক বিবৃতিতে বলা হয়েছে, গাজাজুড়ে তীব্র অপুষ্টিতে ভোগা শিশুদের সংখ্যা আগস্ট মাসে বেড়ে ১৩ দশমিক ৫ শতাংশ হয়েছে, যা জুলাই মাসে ছিল ৮ দশমিক ৩ শতাংশ ছিল। গাজা সিটিতে গত মাসে দুর্ভিক্ষ নিশ্চিত করা হয়েছিল। গাজা সিটিতে অপুষ্টিতে ভোগা শিশুদের শতকরা হার আরো বেশি, ১৯ শতাংশ, যা জুলাই মাসে ১৬ শতাংশ ছিল।
বিবৃতিতে আরো উল্লেখ করা হয়েছে, ইসরাইলের চলমান আক্রমণের কারণে গাজা সিটি এবং উত্তর গাজায় সম্প্রতি ১০টি চিকিৎসা কেন্দ্র বন্ধ করে দেওয়া হয়েছে।
ইউনিসেফ বলছে, তীব্র অপুষ্টিতে বোগা শিশুর সংখ্যা প্রতিদিনই বাড়ছে।
বিবৃতিতে বলা হয়, ‘আগস্ট মাসে চিকিৎসার জন্য ভর্তি হওয়া ২৩ শতাংশ শিশু তীব্র অপুষ্টিতে ভুগছিল। যেখানে ছয় মাস আগে এই সংখ্যা ছিল ১২ শতাংশ।
ইউনিসেফের নির্বাহী পরিচালক ক্যাথেরিন রাসেল বিবৃতিতে আরো জানিয়েছেন, ‘আগস্ট মাসে, গাজা সিটির প্রতি পাঁচজন শিশুর মধ্যে একজন তীব্র অপুষ্টিতে ভোগে।’
আরএ


গাজায় ইসরাইলের হামলায় ২৪ ঘণ্টায় নিহত ৭২
ইসরাইলের ৪ গুপ্তচরকে মৃত্যুদণ্ড দিল ইরান