আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

গাজায় ট্রাম্পের ‘শান্তি বোর্ডে’ যারা থাকছেন

আমার দেশ অনলাইন

গাজায় ট্রাম্পের ‘শান্তি বোর্ডে’ যারা থাকছেন
ছবি: সংগৃহীত

গাজা ‘শান্তি বোর্ডে’ যারা থাকছেন, তাদের মধ্যে কয়েকজনের নাম ঘোষণা করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এই বোর্ড যুদ্ধবিধ্বস্ত গাজায় অন্তর্বর্তীকালীন সরকারের কার্যক্রম তত্ত্বাবধান করবে। সাত সদস্যের ‘প্রতিষ্ঠাতা নির্বাহী বোর্ডে’ থাকছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও, ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ, সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী টনি ব্লেয়ার, ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনার এবং বিশ্বব্যাংকের সভাপতি অজয় ​​বাঙ্গা।

ট্রাম্প নিজেই এই বোর্ডে সভাপতিত্ব করবেন। বোর্ডের মোট সদস্য হবেন ১৫ জন। মার্কিন প্রেসিডেন্ট বলেছেন, ‘এটি যেকোনো সময়ের চেয়ে সর্বশ্রেষ্ঠ এবং সবচেয়ে মর্যাদাপূর্ণ বোর্ড’।

বিজ্ঞাপন

২০২৫ সালে বছরের শেষ দিকে গাজা যুদ্ধবিরতির জন্য ২০ দফা পরিকল্পনা পেশ করেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প। পরিকল্পনার প্রথম ধাপের যুদ্ধবিরতি চুক্তি সই করে ইসরাইল ও হামাস। চুক্তি অনুযায়ী দুই পক্ষের মধ্যে বন্দিবিনিময় হয়।

২০ দফা পরিকল্পনায় বলা হয়, একটি ফিলিস্তিনি টেকনোক্র্যাট সংস্থার ওপর তদারকির দায়িত্ব পালন করবে আন্তর্জাতিক ‘বোর্ড অব পিস’। এই পর্ষদ অন্তর্বর্তী সময়ে গাজার শাসনব্যবস্থা তদারকি করবে। তবে এই বোর্ডের দায়িত্ব কী হবে, সে বিষয়ে বিস্তারিত জানায়নি হোয়াইট হাউস।

গাজার বাসিন্দারা বলছেন, সম্প্রতি ঘোষিত দ্বিতীয় পর্যায়ের যুদ্ধবিরতি চুক্তির সম্ভাবনা সম্পর্কে তারা খুব একটা আশাবাদী নন। কেননা, প্রথম পর্যায়ের অনেক প্রতিশ্রুতি এখনো পূরণ হয়নি।

আরএ/এসআই

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন