গাজায় স্থিতিশীলতা রক্ষায় প্রস্তাবিত আন্তর্জাতিক বাহিনীতে ভূমিকা রাখার আগ্রহ প্রকাশ করায় পাকিস্তানকে ধন্যবাদ জানিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। শুক্রবার ওয়াশিংটনে সংবাদ সম্মেলনে রুবিও বলেন, ‘শান্তি রক্ষা বাহিনীর অংশ হতে তাদের প্রস্তাবের জন্য আমরা পাকিস্তানের প্রতি অত্যন্ত কৃতজ্ঞ।’ খবর জিও নিউজের।
পাকিস্তান এখনো আন্তর্জাতিক বাহিনীতে সেনা পাঠানোর চূড়ান্ত প্রতিশ্রুতি দেয়নি। রুবিও বলেন, ‘অনেকগুলো দেশ সেনা পাঠাতে আগ্রহী। পাকিস্তান চূড়ান্ত প্রতিশ্রুতি দিলে, তারা হবে অন্যতম প্রধান অংশীদার। তবে এই বাহিনী গাজায় পৌঁছানোর আগে আমাদের আরো কিছু বিষয় স্পষ্ট করতে হবে।’
রুবিও বলেন, পরবর্তী পদক্ষেপ হল শান্তি বোর্ড, ফিলিস্তিনি টেকনোক্র্যাটিক গ্রুপ ঘোষণা করা। গত বৃহস্পতিবার পাকিস্তানের পররাষ্ট্র দপ্তর জানায়, গাজার জন্য আন্তর্জাতিক স্থিতিশীলতা বাহিনীতে (আইএসএফ) অংশগ্রহণের বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত নেয়া হয়নি।
পাকিস্তানের পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র তাহির হুসেন আন্দ্রাবি বলেন, ‘আমরা এখনো আইএসএফে অংশগ্রহণের সিদ্ধান্ত নেইনি।’
এরআগে নভেম্বরে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার বলেছিলেন, গাজা শান্তি বাহিনীতে সেনা প্রেরণ করতে প্রস্তুত ইসলামাবাদ।
আরএ
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন


তোশাখানা মামলায় ইমরান-বুশরার ১৭ বছরের কারাদণ্ড
সুদানে বাংলাদেশি শান্তিরক্ষী নিহতের ঘটনায় জাতিসংঘের নিন্দা