ভারতে বন্ধ রয়টার্সের এক্স অ্যাকাউন্ট, কারণ কী

আমার দেশ অনলাইন
প্রকাশ : ০৬ জুলাই ২০২৫, ১৭: ২২
আপডেট : ০৬ জুলাই ২০২৫, ১৮: ২০

ভারতে ব্রিটিশ সংবাদ সংস্থা রয়টার্সের সামাজিক যোগাযোগমাধ্যম এক্স অ্যাকাউন্ট বন্ধ দেখাচ্ছে। রয়টার্সের এক্স অ্যাকাউন্ট ভারতে ‘আইনি দাবির প্রেক্ষিতে’ স্থগিত করা হয়েছে বলে এক্সে একটি নোটিশে জানানো হয়েছে। এ ঘটনায় ভারতের কেন্দ্রীয় সরকার বলেছে, তারা এমন কোনো আইনি নির্দেশনা দেয়নি। সংবাদমাধ্যম দ্য হিন্দু এক প্রতিবেদনে এ তথ্য প্রকাশ করেছে।

বিবৃতিতে সরকারের একজন মুখপাত্র বলেন, রয়টার্সকে ব্লক করার জন্য ভারতের পক্ষ থেকে কোনো নির্দেশনা নেই এবং আমরা এক্স প্ল্যাটফর্মের সঙ্গে একযোগে সমস্যাটির সমাধানে কাজ করছি।

তবে সূত্র জানায়, মে মাসে চালানো ‘অপারেশন সিন্দুর’-এর সময় রয়টার্সসহ কয়েকশ অ্যাকাউন্ট ব্লক করার দাবি জানানো হয়েছিল।

সরকারি এক সূত্র জানায়, ৭ মে ‘অপারেশন সিন্দুর’-এর সময় একটি আদেশ জারি করা হয়েছিল, কিন্তু তা কার্যকর হয়নি। এখন এক্স সেই আদেশ কার্যকর করেছে, যা তাদের একটি ভুল। সরকার ইতোমধ্যে বিষয়টি দ্রুত সমাধানের জন্য এক্স-এর সঙ্গে যোগাযোগ করেছে।

রয়টার্সের কাছে মন্তব্য জানতে চেয়ে পাঠানো একটি ইমেইলের উত্তর পাওয়া যায়নি।

বিষয়:

ভারত
এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত