বিবিসি
স্কটিশ পার্লামেন্টের সদস্য বা এমএসপি বাংলাদেশি বংশোদ্ভূত ফয়সল চৌধুরীকে অগ্রহণযোগ্য আচরণের অভিযোগে দল থেকে সাময়িকভাবে বহিষ্কার করেছে লেবার পার্টি।
ফয়সল চৌধুরী স্কটিশ পার্লামেন্টে লেবার পার্টির এমএসপি হিসেবে ২০২১ সাল থেকে লোথিয়ানদের প্রতিনিধিত্ব করছেন।
দলীয় তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তিনি স্বাধীনভাবে পার্লামেন্টে অংশ নিতে পারবেন।
লেবার পার্টির একজন মুখপাত্র বলেছেন, “সব অভিযোগ গুরুত্ব সহকারে নিয়েছে লেবার পার্টি। আমাদের নিয়ম ও পদ্ধতি অনুসারে সব অভিযোগ সম্পূর্ণভাবে তদন্ত করা হয় এবং যে কোনো উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করা হয়।”
ফয়সল চৌধুরীকে সাময়িক বহিষ্কারের বিষয়ে মন্তব্য করতে গিয়ে স্কটিশ ন্যাশনালিস্ট পার্টির এমপি কিরস্টি ব্ল্যাকম্যান স্কটিশ লেবার নেতা আনাস সারোয়ারকে বলেন, “লেবার পার্টির আরেকজন এমএসপিকে কেন সাময়িক বহিষ্কার করতে হলো, তার কারণ সম্পর্কে স্পষ্ট করে বলতে হবে।”
স্কটিশ কনজারভেটিভ ডেপুটি লিডার র্যাচেল হ্যামিল্টন বলেন, লেবার পার্টির দলীয় সম্মেলনের প্রাক্কালে এই অস্থিরতা তাদের "সম্পূর্ণ বিশৃঙ্খলার" প্রমাণ।
তিনি আরও বলেন, “যা ঘটেছে সে সম্পর্কে লেবারদের যতটা সম্ভব, ততটাই স্বচ্ছ হওয়া উচিত।”
পরে লেবার নেতা আনাস সারওয়ার মি. ব্ল্যাকম্যানের আহ্বানে সাড়া দিয়ে বলেন, এসএনপির ভাষা “গভীরভাবে উদ্বেগজনক।”
স্কটল্যান্ডের দ্য সানডে শোতে তিনি বলেন, “আমি মনে করি না, তারা স্বাধীন অভিযোগ পদ্ধতি এবং সুরক্ষা সংক্রান্ত বিষয়গুলো বোঝে।”
লিভারপুলে লেবার পার্টির সম্মেলন থেকে বক্তব্য রাখতে গিয়ে সারওয়ার জানান, দলের স্বাধীন অভিযোগ সংস্থা বিশ্বাস করে “যথেষ্ট তদন্তের প্রয়োজন” আছে এবং তদন্ত চলাকালীন মি. চৌধুরী বহিস্কার থাকবেন।
বাংলাদেশি বংশোদ্ভূত মি. চৌধুরী এডিনবার্গ এবং লোথিয়ানস আঞ্চলিক সমতা পরিষদের (রিজিওনাল ইক্যুয়ালিটি কাউন্সিল) চেয়ারম্যান।
ফয়সল চৌধুরী মাল্টি-কালচারাল সাংস্কৃতিক উৎসব এডিনবার্গ মেলার ভাইস চেয়ারম্যান এবং প্রতিষ্ঠাতা পরিচালকদের একজন।
স্কটিশ পার্লামেন্টের সদস্য বা এমএসপি বাংলাদেশি বংশোদ্ভূত ফয়সল চৌধুরীকে অগ্রহণযোগ্য আচরণের অভিযোগে দল থেকে সাময়িকভাবে বহিষ্কার করেছে লেবার পার্টি।
ফয়সল চৌধুরী স্কটিশ পার্লামেন্টে লেবার পার্টির এমএসপি হিসেবে ২০২১ সাল থেকে লোথিয়ানদের প্রতিনিধিত্ব করছেন।
দলীয় তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তিনি স্বাধীনভাবে পার্লামেন্টে অংশ নিতে পারবেন।
লেবার পার্টির একজন মুখপাত্র বলেছেন, “সব অভিযোগ গুরুত্ব সহকারে নিয়েছে লেবার পার্টি। আমাদের নিয়ম ও পদ্ধতি অনুসারে সব অভিযোগ সম্পূর্ণভাবে তদন্ত করা হয় এবং যে কোনো উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করা হয়।”
ফয়সল চৌধুরীকে সাময়িক বহিষ্কারের বিষয়ে মন্তব্য করতে গিয়ে স্কটিশ ন্যাশনালিস্ট পার্টির এমপি কিরস্টি ব্ল্যাকম্যান স্কটিশ লেবার নেতা আনাস সারোয়ারকে বলেন, “লেবার পার্টির আরেকজন এমএসপিকে কেন সাময়িক বহিষ্কার করতে হলো, তার কারণ সম্পর্কে স্পষ্ট করে বলতে হবে।”
স্কটিশ কনজারভেটিভ ডেপুটি লিডার র্যাচেল হ্যামিল্টন বলেন, লেবার পার্টির দলীয় সম্মেলনের প্রাক্কালে এই অস্থিরতা তাদের "সম্পূর্ণ বিশৃঙ্খলার" প্রমাণ।
তিনি আরও বলেন, “যা ঘটেছে সে সম্পর্কে লেবারদের যতটা সম্ভব, ততটাই স্বচ্ছ হওয়া উচিত।”
পরে লেবার নেতা আনাস সারওয়ার মি. ব্ল্যাকম্যানের আহ্বানে সাড়া দিয়ে বলেন, এসএনপির ভাষা “গভীরভাবে উদ্বেগজনক।”
স্কটল্যান্ডের দ্য সানডে শোতে তিনি বলেন, “আমি মনে করি না, তারা স্বাধীন অভিযোগ পদ্ধতি এবং সুরক্ষা সংক্রান্ত বিষয়গুলো বোঝে।”
লিভারপুলে লেবার পার্টির সম্মেলন থেকে বক্তব্য রাখতে গিয়ে সারওয়ার জানান, দলের স্বাধীন অভিযোগ সংস্থা বিশ্বাস করে “যথেষ্ট তদন্তের প্রয়োজন” আছে এবং তদন্ত চলাকালীন মি. চৌধুরী বহিস্কার থাকবেন।
বাংলাদেশি বংশোদ্ভূত মি. চৌধুরী এডিনবার্গ এবং লোথিয়ানস আঞ্চলিক সমতা পরিষদের (রিজিওনাল ইক্যুয়ালিটি কাউন্সিল) চেয়ারম্যান।
ফয়সল চৌধুরী মাল্টি-কালচারাল সাংস্কৃতিক উৎসব এডিনবার্গ মেলার ভাইস চেয়ারম্যান এবং প্রতিষ্ঠাতা পরিচালকদের একজন।
বাংলাদেশ সময় বিকেল ৫টা ৩ মিনিটের সর্বশেষ তথ্য অনুযায়ী, স্পট গোল্ডের দাম ২.৬ শতাংশ কমে প্রতি আউন্সে চার হাজার ১৭ দশমিক ২৯ ডলারে নেমে এসেছে, যা প্রায় দুই সপ্তাহের মধ্যে সর্বনিম্ন।
২৪ মিনিট আগেউগান্ডা পুলিশ জানিয়েছে, সোমবার স্থানীয় সময় রাত সোয়া ১২টার দিকে কাম্পালা-গুলু হাইওয়েতে বিপরীত দিকে আসা দুটি বাস মুখোমুখি হয়ে যায়। দুর্ঘটনা এড়াতে গেলে একটি বাস উল্টে যায়। আর এ সময় দুর্ঘটনা থেকে বাঁচতে অন্যান্য যানবাহনগুলোও উল্টে গেলে ব্যাপক হতাহতের ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগেআফগানিস্তান-যুক্তরাষ্ট্রের রক্তক্ষয়ী যুদ্ধের অবসান ঘটে ২০২১ সালে। দুই দশক ধরে চলা, এই যুদ্ধের কারণে বৈরী সম্পর্ক রয়েছে দেশ দুটির মধ্যে, তবে এমন সম্পর্ক থেকে উত্তরণ চায় ইসলামিক আমিরাত আফগানিস্তান। যুক্তরাষ্ট্রের সাথে অর্থনৈতিক ও রাজনৈতিক উন্নয়নই এখন তাদের লক্ষ্য।
৩ ঘণ্টা আগেভারতের উত্তর প্রদেশের একটি শিল্পনগরী এলাকা কানপুর। গত ৪ সেপ্টেম্বর কানপুরের মুসলিম অধ্যুষিত এলাকা সৈয়দ নগরে ঈদে মিলাদুন্নবি উদ্যাপন উপলক্ষে সন্ধ্যায় একটি সাইনবোর্ড টাঙানো হয়।
৪ ঘণ্টা আগে