আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

জাপানকে টপকে বিশ্বের চতুর্থ বৃহত্তম অর্থনীতি ভারত

আমার দেশ অনলাইন

জাপানকে টপকে বিশ্বের চতুর্থ বৃহত্তম অর্থনীতি ভারত
ছবি: সংগৃহীত

জাপানকে ছাড়িয়ে বিশ্বের চতুর্থ বৃহত্তম অর্থনীতিতে পরিণত হয়েছে ভারত। দেশটির বার্ষিক অর্থনৈতিক পর্যালোচনার হিসাবে এ তথ্য উঠে এসেছে।

পর্যালোচনায় বলা হয়েছে, বর্তমান প্রবণতা বিবেচনায় আগামী তিন বছরের মধ্যে ভারত জার্মানিকে ছাড়িয়ে বিশ্বের তৃতীয় বৃহত্তম অর্থনীতিতে পরিণত হতে পারে।

বিজ্ঞাপন

ভারতের অর্থনীতির আকার নিয়ে পর্যালোচনায় বলা হয়েছে, ভারতের মোট দেশজ উৎপাদন এরই মধ্যেই প্রায় ৪.১৮ ট্রিলিয়ন ডলারে পৌঁছেছে এবং ২০৩০ সালের মধ্যে এটি ৭.৩ ট্রিলিয়ন ডলারে পৌঁছাবে বলে ধারণা করা হচ্ছে।

অর্থনৈতিক আকারের দিক থেকে ভারত শুধু যুক্তরাষ্ট্র ও চীনের পেছনে থাকবে।

২০২৫-২৬ অর্থবছরের দ্বিতীয় প্রান্তিকে ভারতের প্রকৃত জিডিপি ৮.২ শতাংশ বেড়েছে, যা আগের প্রান্তিকে ৭.৮ শতাংশ ছিল।

পর্যালোচনায় উল্লেখ করা হয়েছে, নভেম্বর মাসে পণ্য রপ্তানি বেড়ে ৩৮.১৩ বিলিয়ন ডলারে পৌঁছেছে, যা জানুয়ারিতে ৩৬.৪৩ বিলিয়ন ডলার ছিল।

তবে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) বলছে, ভারত আগামী বছর জাপানকে ছাড়িয়ে যাবে। সূত্র : ডয়চে ভেলে

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন