হামাসের অস্ত্র সমর্পণের সময়সীমা নিয়ে যা বললেন ট্রাম্প

আমার দেশ অনলাইন
প্রকাশ : ২০ অক্টোবর ২০২৫, ১২: ৫৯
ছবি: টিআরটি ওয়ার্ল্ড

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, গাজা যুদ্ধবিরতি চুক্তির আওতায় হামাসকে অস্ত্র সমর্পণের জন্য কোনো ‘কঠিন’ সময়সীমা বেঁধে দেয়া হয়নি। তবে তিনি সতর্ক করে বলেছেন, যদি হামাস অস্ত্র ত্যাগ করতে ব্যর্থ হয়, তাহলে যুক্তরাষ্ট্র বা ইসরাইল এ বিষয়ে হস্তক্ষেপ করতে পারে। খবর টিআরটি ওয়ার্ল্ডের।

রোববার ফক্স নিউজকে দেয়া সাক্ষাৎকারে হামাসের নিরস্ত্রীকরণের কোনো সুনির্দিষ্ট সময়সীমা আছে কিনা জানতে চাইলে ট্রাম্প বলেন, ‘এ বিষয়ে তার কাছে কোনো কঠোর নীতি নেই, তবে যুক্তরাষ্ট্র দেখিয়ে দেবে কীভাবে সবকিছু কার্যকর করা হয়।’

বিজ্ঞাপন

হামাস আসলেই তাদের অস্ত্র ত্যাগ করবে কিনা এমন প্রশ্নে ট্রাম্প বলেন, ‘তারা অস্ত্র সমর্পণে সম্মত হয়েছে। যদি তারা এটি করতে ব্যর্থ হয়, তাহলে কঠোর ব্যবস্থা নেয়া হবে।’

এই মাসের শুরুর দিকে হামাস ও ইসরাইলের মধ্যে ট্রাম্পের ২০ দফা শান্তি পরিকল্পনার প্রথম ধাপের চুক্তি সই হয়।

তবে যুদ্ধবিরতি সত্ত্বেও গাজায় থেমে নেই ইসরাইলি হামলা। গত শুক্রবার যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর থেকে দখদলদার বাহিনীর হামলায় অন্তত ৯৭ ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন ২৩০ জন।

গাজার গণমাধ্যম দপ্তর থেকে এ তথ্য জানানো হয়েছে। সংস্থাটি জানায়, যুদ্ধবিরতির পর থেকে ইসরাইল ৮০ বার যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করেছে।

২০২৩ সালের অক্টোবর থেকে, ইসরাইলি হামলায় গাজা উপত্যকায় প্রায় ৬৮ হাজার ফিলিস্তিনি নিহত হয়েছেন, যাদের বেশিরভাগই নারী ও শিশু।

আরএ

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত